ভবিষ্যৎবাণী বিশ্বাস - TopicsExpress



          

ভবিষ্যৎবাণী বিশ্বাস করেন? থার্মোডায়নামিক্সের দ্বিতীয় সূত্র দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় যে ভবিষ্যৎ দেখা/জানা/বলা সম্ভব না। হ্যাঁ, আগামীকাল সকালে সূর্য উঠবে, সূর্য পূর্ব দিকই দিয়ে উঠবে-পশ্চিমে অস্ত যাবে -এ ধরণের ভবিষ্যৎবাণীর কথা বলছি না। এগুলো বলার জন্য জ্যোতিষী হওয়া লাগবে না। কিন্তু যে ভবিষ্যৎ আমরা জানি না কিন্তু জ্যোতিষী জানে, এই ধরণের অজানা ভবিষ্যত যে বলা সম্ভব না, এটা কিন্তু অংক করে প্রমাণ করা যায়। কিভাবে? চলুন, একটা অংক করি- - ভবিষ্যৎবাণী হল একটা অজানা তথ্য (pure information, যেটা আজ জানি না।) ... (১) - এখানে অজানা তথ্যটা random (মানে যেটা আমাদের কাছে যা কিছু হতে পারে) ... (২) - আর Randomness হল এনট্রপি (কারণ, randomness is disorder) ... (৩) - একটা সিস্টেমের এনট্রপি সবসময় বাড়ছে (Thermodynamics এর 2nd law) ... (৪) ১, ২, ৩, ৪ -থেকে পাই, আগামীকাল, আজকের থেকে বেশি অজানা তথ্য থাকবে। অন্যভাবে বললে, আগামীকালের অজানা তথ্যটা আজ নেই!!!! :o :o :o _ ইন্টারেস্টিং তাই না? সুতরাং যদি কখনও ভাবেন যে জ্যোতিষীর কাছে গিয়ে ভবিষ্যৎ জেনে আসবেন, তাহলে কিন্তু কাজটা বোকামি করছেন। কারণ আপনার ভবিষ্যতের অজানা তথ্য জ্যোতিষী বেচারার কাছে আজ নেই। হ্যাঁ, সে হয়তো ধারণা করতে পারে সামনে আপনার কি ঘটবে, কিন্তু ধারণা তো আমিও করতে পারি, ধারণা তো আপনিও করতে পারেন। তাই না? শুধুমাত্র ধারণা নেবার জন্য জ্যোতিষীর কাছে যাবার কি প্রয়োজন আছে?!!!
Posted on: Fri, 08 Aug 2014 18:47:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015