ভরত রাজার দেশে এবার - TopicsExpress



          

ভরত রাজার দেশে এবার ধর্ষণের শিকার শিক্ষিকা ভারতের উত্তর প্রদেশে এক শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণ করে ভিডিওচিত্র তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মুজাফফরনগর জেলার বালওয়াখেরি গ্রামে এ ঘটনা ঘটে। তিন ছাত্র এই কাণ্ড ঘটিয়েছে বলে ২৩ বছর বয়স্কা ওই শিক্ষিকা অভিযোগ করেছেন। অভিযুক্ত তিনজনই কলেজ ছাত্র। তাদের শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। ওই শিক্ষিকা জানান, তিনি কাস শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় মুহিত নামের একটি ছাত্র পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে যাতে তিনি চিৎকার করতে না পারেন। তারপর সে ফোনে তার দুই বন্ধুকে ডেকে আনে। তখন সে তাকে ধর্ষণ করে এবং অন্য দুজন মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করে। তারা যাওয়ার সময় এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে যায়। ভারতে আতঙ্কজনক হারে ধর্ষণের ঘটনা ঘটছে। গত বছর কেবল উত্তর প্রদেশেই ৩০৫০টি ধর্ষণের মামলা হয়েছিল। এছাড়া নারীদের বিরুদ্ধে সহিংসতা ঘটে ৩২,৫৪৬টি। সূত্র : এনডিটিভি। Chittagong News Agency- CNA
Posted on: Sun, 06 Jul 2014 22:01:30 +0000

Trending Topics



Colour-topic-719537924786077">General Product Line Microsoft Xbox Type Console Colour
loans cash balance loans.cash.balance.quickkloans6.appspot loan
an-up-the-actions-of-the-police-Its-time-to-erase-topic-747258665370308">You want to clean up the actions of the police? Its time to erase

Recently Viewed Topics




© 2015