ভয় হয় সামনের নির্বাচনে - TopicsExpress



          

ভয় হয় সামনের নির্বাচনে বি.এন.পিও হয়তো তাদের ইশতেহারে যোগ করবে শহীদ জিয়ার হত্যাকারীর বিচারের ইস্যূ্। সেইসাথে জাসদের হাজার হাজার নেতাকর্মীর হত্যাকাণ্ডের বিচার যুক্ত হলে বিষয়টি আরো ঘোলাটে রূপ নিতে বাধ্য। একটু খিয়াল কৈরা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি বিরোধী দলের নেতা হিসেবে নি:সন্দেহে পারফেক্ট। কিন্তু একজন প্রশাসক হিসেবে ছিলেন ঠিক ততোটাই ব্যর্থ। অন্যদিকে শহীদ জিয়াউর রহমানের শাসনকাল ছিলো স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগের মতো। এই কথা বিবেচনায় এনে জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিশোধের রাজনীতিতে এমন প্রস্তাব আসতেই পারে। যুদ্ধাপরাধের বিচার আমাদের পথ দেখিয়েছে। এই পথ ধরে স্বাধীনতা পরবর্তীকালের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচারও খুব সহজেই করা যেতে পারে। যেমন বিনা বিচারে সিরাজ সিকদারের মতো মানুষকে এনকাউন্টার করা কখনোই স্বাধীন দেশের মানুষ মেনে নিতে পারবে না। জাসদের হাজার হাজার নিহত নেতাকর্মীর সবার পরিবারে ইনু-মেনন-সেলিমদের মতো জারজ জন্মায়নি। তারা অবশ্যই চাইবে তাদের পূর্বপুরুষের নির্মম হত্যাকাণ্ডের বিচার হোক। এইদিক থেকে বিবেচনা করলে বলা যায় সংঘাতের শুরু এখানেই। ওয়েট এন্ড সি. কত দুধে কত ঘি।
Posted on: Wed, 18 Sep 2013 05:57:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015