ভয়ঙকর... ------------- আমাদের - TopicsExpress



          

ভয়ঙকর... ------------- আমাদের গ্রামের বাড়িটা ছিল অনেক বড়। প্রায় ১১ বিঘা জমি নিয়ে এই বাড়ির উত্তর পাশে ছিল বাঁশবাগান। অন্তত ২ বিঘা জমিতে শুধু বাঁশবাগান ছিল। আমাদের বাড়িতে অনেক গরু পালন করা হতো। প্রতিদিন সকাল বিকেল গোয়ালা দুধ নিয়ে যেতেন। যেদন খুব কম দুধ হতো, সেদিনও ৪/৫ মণ হতো। সুধীর কাকা এই দুধের কারবার করে বেশ ভালোই বড়লোক হয়ে গিয়েছিলেন। তার ছেলে ধনঞ্জয় আমার সাথে পড়ত। তো সুধীর কাকা আমাকে অনেক স্নেহ করতেন। একদিন দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছি ওই বাঁশবাগানের ভেতর দিয়ে। দেখলাম সুধীর কাকা বাঁশঝাড় থেকে বাশেঁর শুকনো গোড়লি কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলছেন। আমাকে দেখেই সুধীর কাকা ডাক দিয়ে কাছে নিয়ে বললেন, কাকাবাবু তুমি কি সাপের ডিম দেখবে? আমি তো ভয় পেয়ে গেলাম। সাপের ডিম মানে কাছেই কোথাও সাপ আছে। আমি চলে আসতে চাইলাম। কাকা বললেন, দাৎড়াও আমি তোমাকে সাপের ডিম দেখাবো। আমি একটু দাঁড়াতেই কাকাবাবু এক এক করে ১৮টি ডিম আনলেন। কী চমতকার সেগুলো। তিনি একটি িডম আমার হাতে দিয়ে বললেন, এটা ভেঙে দেখো ছোট্ট সাপ আছে। ভীষণ ভয় পেয়ে আমি ওটা ফেলে দিতেই প্রায় এক ফুট লম্বা গোখরা সাপের বাচ্চা বের হয়ে যেতে উদ্যত হলো। আর পাশে থাকা আমাদের মুরগিটা এসে ওটাকে খেয়ে ফেলল। সেদিন মোট ১৮ টি গোখরা সাপের বাচ্চা বের করেছিলাম। পরের দিনের ঘটনা। নয়া চাচার ঘরের মাচান থেকে এক ঝুড়ি গোখরা সাপের ডিম বের করা হলো। তার আগে সেই ঘরে সাড়ে প্রায় ১২ ফুট লম্বা এক জোড়া গোখরা সাপ বের হয়ে চাচা-চাচীকে আক্রমণ করতে গিয়েছিল। সাপ দুটো মারার পর আমরা বার বার মেপে দেখেছিলাম। বাংলাদেশে পাওয়া গোখরা সাপকে ইংরেজিতে COBRA বলে। এই সাপে দঙশন করলে নিশ্চিত মৃত্যু। সাপ নিয়ে অনেক মজার মজার স্মৃতি আমার রয়েছে। মনে পড়লে এখনো গা শিউরে ওঠে।
Posted on: Wed, 17 Dec 2014 13:26:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015