মাঝে মাঝে চুপ হয়ে যাই এই - TopicsExpress



          

মাঝে মাঝে চুপ হয়ে যাই এই ভেবে যে , স্ট্যাটাসে যা লিখি তা কি কেউ আদৌ পড়ে নাকি পরে না ? কারন আমার মনে হয়না যে আমার স্ট্যাটাস কেউ পড়ে ! ঠিক এভাবে বলতে চাইনি , কিছু লোক যে দেখে না তা একেবারে সত্যি নয়---- কেউ কেউ কমেন্ট করে । ------------------------------------------------- সাধারনত মনে হয় , আমি যা লিখি তা কেউ পড়ে না , কেউ পরলে বুঝে না , কেউ বুঝলেও রাবিশ ভেবে সময় নষ্ট করেছেন মনে করে লাইকটুকু করেন না । লাইক মানেই পছন্দ নয় , এর মানে দেখলাম , এটা হোল ফেসবুকের ভাষা । আসলে আমার লেখা যখন আমি পড়ি তখন আমার কাছেই ভালো লাগে কিন্তু যদি অন্যের জন্য লিখে থাকি তার চিন্তা কিন্তু করি না , তার ভালো লাগবে কিনা ? আমার ভালো লাগলেই হোল , --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- আমার এই স্বৈরাচার আচরণ আর অগণতান্ত্রিক ইচ্ছা আমার ফেসবুক বন্ধুদের উপর যখন আমি চাপিয়ে দেই ... তখন যদি তাদের প্রতিক্রিয়া বুজতে পারতাম ? তারা যা দেখতে চায়না , যা পড়তে চায় না অথচ আমি তাদের উপরই আমার এইসব আজগুবি স্ট্যাটাসের নোটিফিকেশনের বোঝা চাপিয়ে দেই । -------------------------------------------- ক্ষমা করে দিতে বলবনা কারন আমাকে এমন স্ট্যাটাস লিখতেই হবে যদি আমি ফেসবুক ব্যবহার করতে চাই ! আমি পারিনা লিখতে , এই আমার যোগ্যতা । Human Unity
Posted on: Thu, 14 Aug 2014 09:35:44 +0000

Trending Topics



nos reconciliamos com
HISTORY MY PEHLI BAAR.. 1 test jo batayega ki apko khane me kya

Recently Viewed Topics




© 2015