মাটির ভৌত গুনাবলী ও - TopicsExpress



          

মাটির ভৌত গুনাবলী ও ধর্ম মৃত্তিকার ভৌত গঠন মাটি একটি প্রাকৃতিক বস্তু। ক্ষয়ীভুত শিলা ও খনিজের সাথে জৈব পদার্থ ও পানি মিশ্রিত হয়ে দিনে দিনে মৃত্তিকা উৎপন্ন হয়। কোন মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করলে কঠিন, তরল এবং বায়বীয় আকারে নিম্নরুপ দ্রব্য পাওয়া যায়- ক) খনিজ দ্রব্য ১. নুড়ি বা প্রস্তর ২. বালি কণা ৩. পলি কণা ৪. কর্দম কণা এদের প্রকার ভিত্তিক পরিমান মৃত্তিকা ভেদে ভিন্ন। খ) জৈব পদার্থ ১. বিয়োজনশীল জৈব পদার্থ প্রয়োগকৃত জৈব সার, ফসলের অবশিষ্টাংশ, মৃত। ২. অবিয়োজিত উদ্ভিদাংশ স্থূল শিকড় ও শাখ-প্রশাখা, অন্যান্য উদ্ভিদাংশ। ৩. হিউমাস-জৈব পদার্থ বিয়োজিত হওয়ার পর সৃষ্ট কালচে পদার্থ। ৪. অণুজীব ও প্রাণী, ব্যকটেরিয়া, শ্যাওলা, ছত্রাক এক্টিনোমাইসেটিস, কোঁচো ও পোকা-মাকড়। গ) পানি সেচ ও বৃষ্টির পানি এবং নদী উৎস থেকে প্রাপ্ত পানি। ঘ) বায়ু মৃত্তিকা কণার ফাঁকে অবস্থানরত বায়ুমন্ডলীয় বায়ু। এছাড়া মাটিতে কঠিন পদার্থেও মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বোনেট, ফেরাস অক্সাইড, সিলিকণ ডাই-অক্সাইড। মৃত্তিকা গঠন দ্রব্যের (Components) পরিমান মাটিতে গঠন দ্রব্যের পরিমান প্রধানত দু’ভাবে উল্লেখ করা হয় যথা - আয়তন ভিত্তিক এবং ওজন ভিত্তিক- যে কোন দুইটি নমুনায় মৃত্তিকা দ্রব্যের প্রকার ও পরিমানগত সাদৃশ্য হওয়ার সম্ভবনা কম। অর্থাৎ বলা যায় মৃত্তিকা উপকরণের প্রকার ও পরিমানগত বিবেচনায় মাটি অত্যন্ত অবিমিশ্র। তালিকায় সাধারন কৃষি মৃত্তিকায় গঠন দ্রব্যের পরিমান দেখানো হলোঃ- উপকরণ পরিমান আয়তনভিত্তিক ওজনভিত্তিক মাত্রা গড় মাত্রা গড় খনিজ ৪০-৫০ ৪৫ ৬০-৯০ ৭৫ জৈব ৪-৬ ৫
Posted on: Sat, 31 Aug 2013 13:36:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015