মেডিকেল ভর্তি পরীক্ষার - TopicsExpress



          

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান : Part- 4 _______________ 31. মৃদু এসিড ও সবল ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত উপযোগী নির্দেশক নিম্নের কোনটি ? → ফেনফ্থ্যালিন 32. ভূপৃষ্ঠে এক ব্যক্তির ওজন 50 kg । কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেকহবে ? → 1600 km 33. Choose the correct spelling. → Lieutenant 34. মস্তিষ্কের কোন অংশে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র অবস্থিত ? → হাইপোথ্যালামাস 35. সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে নিচের কোনটি থাকে না ? → Al⁴C³ 36. একটি স্টিলের তারেরতাপমাত্রা বাড়ালে ইয়ং- এর গুণাঙ্ক- → বৃদ্ধি পাবে 37. Select the correct sentence. → He resembles his father. 38. পিউপিলের অবস্থান কোথায়? → আইরসের মধ্যবর্তী স্থানে 39. নিচের কোনপদটি ন্যানো কণা সংশ্লিষ্ট নয় ? → ফুলারিন 40. 4 m দৈর্ঘ্য এবং 30.5 mm ব্যাসের একটি স্টীলের তারের উপর 5kg ভরপ্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি হবে- → 4.9 x 10-6 m _______________ বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে । উত্তরগুলো অনেক যাচাই-বাছাই করেই দেওয়া হয়েছে । কাজেই কোনো ভুল নেই । নিঃসেন্দহে নিজের কয়টা হয়েছে মিলাতে পারো ।
Posted on: Sat, 25 Oct 2014 16:30:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015