মেডিক্যালের পূর্ব গেইট, - TopicsExpress



          

মেডিক্যালের পূর্ব গেইট, মেইন, গেইট পশ্চিম গেইট প্রতিটা গেইটই লক্ষ লক্ষ রোগীর মৃত্যুর সাক্ষী। যেদিন, যখনই ইমার্জেন্সী গেইটে গিয়ে দাঁড়িয়েছি, কান্নার শব্দ মিস যায় নি। ক্যাজুয়াল্টি, কার্ডিয়াক, মেডিসিন, সার্জারি ওয়ার্ডের করিডোর ধরে হাঁটার সময় এমন কোনো দিন নেই যে মৃতদেহবাহী ট্রলি দেখতে পাই নি। প্রতিটা ইট-কাঠে এদের স্মৃতি জড়িয়ে আছে। এত মৃত হয়ত দেখাটা খুব কষ্টের। কিন্তু আগে যেমনটা লাগতো, এখন আর তেমন অনুভূতি লাগেনা। সেই অনুভূতিবাহী স্নায়ুটা হয়ত বারবার একই অনুভুতির সংকেত পেয়ে পেয়ে ফ্যাটিগ হয়ে গিয়েছে। মেডিক্যালের এনাটমি ডিসেকশন ক্লাসে প্রথম হার্টের ভিসেরাটা হাতে নেয়ার অনুভুতির সাথে, প্রফের টেবিলে হার্টের ভিসেরার অনুভূতির আকাশ-পাতাল ফারাক। অজন্যেই হয়ত ওরা কসাই বলে। কসাই না হলে যে আপনার পেট কেটে কলোস্টোমি, হার্নিয়ার মত জটিল কাজ হাসতে হাসতে করতে পারতো না। আসলে কসাই নামটা আমাদের প্রশংসাই মনে হয়।
Posted on: Sun, 15 Sep 2013 17:44:16 +0000

Recently Viewed Topics




© 2015