মোতালেব সাহেব, সকাল ৭ টায় - TopicsExpress



          

মোতালেব সাহেব, সকাল ৭ টায় পাঞ্জাবীর সাথে কেডস পরে, আখেরি মোনাজার ধরতে বের হয়েছেন বাড্ডার গলি থেকে বের হয়ে তার মনে হলো, “কেডস পরে আসা বোধয় ঠিক হয়নি” ইজতেমায় যেয়ে, লাখো মুসুল্লির ভিড়ে তাকে যদি আবার অজু করতে হয় তাহলে তো; কেডস খুলো, মুজা খুলো, ওজু করো... তারপর আবার, মুজা পরো, কেডস পরো ধাক্কা ধাক্কির মধ্যে, এ দেখি বিশাল ঝামেলা হয়ে যাবে কিছু দূর হেঁটে দেখলেন রাস্তায় খালি কোনও যানবাহন নেই... রিক্সায় লোক ভর্তি... ভ্যানে লোক ভর্তি... ট্রাকে লোক ভর্তি... বাসের ছাদেও যায়গা নেই ...প্রচুরর মানুষ হেঁটে যাচ্ছে হুট করে তার মনে হলো, ‘কেডস পরে আসাটাই বুঝি বুদ্ধিমানের কাজ হয়েছে’ প্রায় দেড় ঘণ্টা হেঁটে, বিশ্ব রোডের মাথায় এসে দেখলেন হাজারো মানুষ হাঁটছে... পাশ দিয়ে যাওয়া একটা ভ্যান থেকে একটা টুপি পরা ছেলে লাফ দিয়ে নেমে, ভ্যান সেস্রায়ে টেনে ধরতে ধরতে বললেন, “মোতালেব কাকা আমার ভ্যানে উঠেন... আমি অন্যভাবে আসতেসি... উঠেন উঠেন... চালায়ে উঠেন” ‘তুই কে?’ “আমি নজরুল... পরে বৃত্তান্ত দিমু... এখন উঠেন” তুরাগ পারে এসে মোতালেব সাহেবের চোখ জুড়িয়ে গেলো... এখনই আখেরি মোনাজাত শুরু হবে হবে আচ্ছা, নজরুল মোনাজাত ধরতে পারবে তো? আশেপাশে যাকেই দেখছে, তাকেই তার নজরুলের মতো লাগছে... ব্যাপারটা কি! এতো নজরুল? ওদিকে, ঘামতে ঘামতে হেঁটে আসতে থাকা নজরুলের কাছেও, রাস্তার সবাইকে কাকার মত লাগছে... ব্যাপারটা কি? এতো মানুষ কেডস পরে যাচ্ছে! ... আমি আজ সকালে, মেয়েকে স্কুলে ড্রপ করতে যাওয়ার সময় যা দেখেছি... তাই বললাম; দেখেছি বাড্ডা থেকে মানুষ হেঁটে তুরাগ পাড়ে যাচ্ছে... জোরে জোরে হাঁটছে তারা জানে না, এখান থেকে হেঁটে তুরাগ পাড়ে যেতে যত সময় লাগবে তার থেকে কম সময়েই প্লেনে, ঢাকা থেকে মক্কায় যাওয়া যায় কারো মুখে ক্লান্তি নেই... হেঁটেই চলছে...কেউই রাস্তায় নজরুলকে খুঁজছে না, তার সিটটি কোনও ভাবে কেড়ে নেয়ার জন্য ...অনেকেই ইদানিং, তাবলীগ জামাত পছন্দ করে না... বিশ্ব-ইজতেমা নিয়ে দ্বিমত পোষণ করে ওতো ডিটেইলে আমি যাচ্ছি না... বুঝিও না শুধু বুঝি যে; ‘সারা দেশের লাখো মানুষ এক জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া চাইবে, তাতে ক্ষতির তো কিছু নেই’ যে দেশের মানুষ এতো সিম্পল হয়, সেখানে কমপ্লিকেটেড কিছু চিন্তা করতেই চাচ্ছি না ... proud to be the organizing nation of the 2nd largest Muslim congregation in the world after the Hajj
Posted on: Sun, 26 Jan 2014 05:58:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015