মাত্র ১০ লাখ টাকার জন্য - TopicsExpress



          

মাত্র ১০ লাখ টাকার জন্য একটি ছেলে হারিয়ে যাবে? অভ্র জ্যোতি মজুমদার। হেপাটাইটিস বি, টি. বি, ব্রেন হেমারেজে আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে তার শরীরের কিডনি, লিভার,স্টমাক ইত্যাদি অংগ বিকল হয়ে যাচ্ছে। অবস্থা খুবই গুরুতর বলে বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার পিজিতে স্থানান্তর করা হয়েছে । তার নিয়তি এতই করুণ যে তার অসুস্থতার খবর শুনে তার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রতিদিন প্রায় ১৫ হাজার টাকার ওষুধ খরচ লাগে তার। কিন্তু টাকার অভাবে একদিন দুইদিন বাদ দিয়ে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে। ১০ লাখ টাকা হলে হয়ত তাকে বাঁচানো সম্ভব কিংবা একটু সুস্থ করে তাকে আরো কিছুদিন পৃথিবীর আলোবাতাস উপভোগ করতে দিতে পারি। সবাই কন্ট্রিবিউট করলে একটা জীবনের বিনিময়ে অর্থ এর পরিমাণ খুব নগণ্য। এটুকু ভালবাসা কি যায় না তাকে? হোক না সে আপনার অপরিচিত,কিন্তু একজন সম্ভাবনাময়ী মানুষ তো সে। সে রয়েছে ঢাকার পিজি হসপিটালের C.C.U তে কার্ডিওলজি বিভাগের দোতলায়। বিকাশ করতে পারেন- অভ্রর মা ১) 01796495973 ২) 01796495974 শুভ্র জয়তী মজুমার (অভ্রর ভাই) 3)01824-005589 4)01983-430854 5) 01932879529 any query- contact Mohammad imran ( 01673626829) Bank Account : Mrs. MAMATA MOZUMDER Laldighi Corporate Branch Account Number : 34118732 Sonali Bank
Posted on: Sat, 27 Sep 2014 18:24:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015