মিথিলা একদিন ফেসবুকে - TopicsExpress



          

মিথিলা একদিন ফেসবুকে স্ট্যাটাস দিল, Trust me, Im liar ... সেই স্ট্যাটাসে আমি কমেন্ট করলাম, I do trust you... কথা সত্য সে আসলেই মিথ্যুক ছিল... এই কথাটা তার মুখে খাটি সত্য ছিল। সমস্ত লুতুপুতু প্রেমিক প্রেমিকা জুটিদের মতো আমি আর মিথিলাও বাচ্চার নাম ঠিক করেছিলাম। মিথিলার ইচ্ছে তার কন্যা সন্তান হবে। তো রাত জেগে ফোনের ব্যালেন্স শেষ করে কাল্পনিক সন্তানের নাম ঠিক করা। সে বলে, তুমি বল কি নাম দেবে... আমি বললাম, আমি কি বলব, তোমার মেয়ের নাম তুমি ঠিক কর। ...... তারপর সে বলে,আমার মেয়ে মানে? তোমার মেয়ে না... ? .................. আমি কেন তাকে তোমার মেয়ে বললাম এই অপরাধে কিছুক্ষণ কথা কাটাকাটি হল... অতঃপর কি একটা নাম ঠিক হলো... ঠিক মনে পড়ছেনা। তবে সেদিন মুখ ফসকে সত্যিটাই বের হয়েছিল, তোমার মেয়ে!!... ......... একই মানুষ সে এখন হয়তো অন্যপুরুষের সাথে তার কন্যার নাম ঠিক করায় ব্যাস্ত... তারা এমনই...যতক্ষণ তাদের সাথে থাকবেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে সে একই কথা অন্য পুরুষকে বলতে পারে... একই আবেগ আর অনুভূতি দিয়ে অন্য পুরুষকে বলতে পারে, ভালোবাসি...... এবং সবচাইতে আশ্চর্যের কথা হলো তারা যখন এসব করে বেড়ায়, আগের জনের কথা তাদের মনেই পড়েনা... তাদের মনে পড়েনা... আহারে ভালোবাসি কথাটা আমি ওকে এভাবে বলেছিলাম......... মনে পড়লেও তারা বিষয়টাকে পাত্তা না দিয়ে বর্তমান শিকারকে হাতছাড়া হতে দেয় না। বিঃ দ্রঃ এই পেজের সকল গল্পই কাল্পনিক ভাবে লিখিত । কারো জীবনের সাথে মিলে গেলে সেটি অনাকাঙ্ক্ষিত ও কাকতালীয় মাত্র । _Icarus Er Dana
Posted on: Thu, 07 Aug 2014 17:56:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015