মোদীর নির্বাচনে বিজয় কে - TopicsExpress



          

মোদীর নির্বাচনে বিজয় কে ব্যাখ্যা করতে সবাইকে বেশ কসরত করতে হচ্ছে। অনেক আগে মার্ক টোয়েন ভারতীয়দের সম্পর্কে বলেছিলেন, Their character and their history, their customs and their religion, confront you with riddles at every turn—riddles which are a trifle more perplexing after they are explained than they were before. তাঁদের চরিত্র এবং তাঁদের ইতিহাস, তাঁদের রীতিনীতি ও তাঁদের ধর্ম, এসবকিছুই পদে পদে তোমার কাছে মনে হবে এক গভীর হেঁয়ালি- এমন হেঁয়ালি যা তুচ্ছ এবং যখন সেটা ব্যাখ্যা করা হয় তখন তা আরো বেশী হতবুদ্ধিকর। বাংলাদেশের অনেকের মাথার মধ্যে সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতার আওয়ামী ন্যারেটিভ এমনভাবে গেঁথে গেছে যে সেটা দিয়েই বিশ্বের সব পরিস্থিতিকে ব্যাখ্যা করার একটা অদম্য বাসনা কারো কারো মাথায় চেপে বসে। মোদীর বিজয়কে ব্যাখ্যা করতে তাঁরাই হিমশিম খাচ্ছেন বেশী। পৃথিবী সাম্প্রদায়িকতা আর অসাম্প্রদায়িকতা দিয়ে চলেনা। পৃথিবী চলে অর্থনীতির শক্তিতে। পৃথিবীর হিসাব হয়; কে তাঁর স্টেইক আর স্ট্যেইটাস কতটুকু নিতে পারছে সেই বিচারে। গত দশ বছরে ফুলে ফেঁপে ওঠা ভারতীয় পুঁজি বিশ্বে তাঁর স্টেইক আর স্ট্যেইটাস দাবী করবে। আর এই দৌড়ে নেতার আসনে বসার যোগ্যতায় রাহুল গান্ধী মোদীর কাছে শিশু তুল্য। ভারতীয় পুঁজি এই জটিল দৌড়ে কোন ঝুঁকি নিতে রাজী নয়। মোদী মানুষ হিসেবে যাই হোক না কেন ভারতীয় পুঁজির কাছে আর কোন চয়েস নেই।
Posted on: Sat, 17 May 2014 15:59:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015