মেধা বিষয়টি কি ? পৃথিবীর - TopicsExpress



          

মেধা বিষয়টি কি ? পৃথিবীর অন্য দেশের কথা জানিনা, বাংলাদেশে কোন সুনির্দিষ্ট সংজ্ঞা এবং অর্থ ছাড়া যে সব শব্দ ব্যবহৃত হয় তার অন্যতম একটি শব্দ মেধা। আমাদের দেশে সাধারনত অঙ্ক এবং ইংলিশে দক্ষদের মেধাবি বলে বিবেচনা করা হয়। যদি আপনি অংকন বিদ্যায় পারদর্শী হন কিংবা সঙ্গীতে তাতে কোন লাভ নেই। কারন এই পারদর্শিতা দিয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া যায় না। এমনকি বি সি এস ও নয়। আরও পরিস্কার ভাবে বললে ভাল আয় রোজগার করা যায় এমন কোন পেশায় সুযোগ লাভ সম্ভব নয়। সুতরং ভাল রুটি রুজির নিশ্চয়তা দিতে পারে এমন বিষয়ে দক্ষতা হল আমাদের সমাজের মেধার মাপকাঠি। বি সি এস পাস করে আমি ব্যক্তিগতভাবে যে সব কাজ করছি তার প্রত্যেকটি করার যোগ্যতা আমি বি সি এস পাস না করলেও রাখতাম। যারা মনে করে বিসিএস পাস যারা করে না তারা কম মেধা সম্পন্ন তাদের এই ধারনাটি ভুল। একটা পরীক্ষার একটা পধতিতে একজন কম সফল হতে পারে দেখা যাবে আরেকটি পরীক্ষা পধতিতে সেই ফেল করা লোকটি অসাধারন ফলাফল করছে। সুতরং কাউকে আঙ্গুল উঁচিয়ে কম মেধাবী কিম্বা কাউকে বেশি মেধাবী বলার আগে আরও কয়েকবার ভাবা উচিৎ। বুয়েটে পড়াশুনা যে করে সে হয়ত চারুকলায় পরলে ফেল করতো। আবার কোন চিত্রশিল্পীকে রসায়ন পড়তে বাধ্য করাটাও অযৌক্তিক। অথচ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সব চাপিয়ে দেয়া হয়। আবার চাপিয়ে দিয়েও সমাজ বয়সে থাকে না। কে এই চাপ নিতে পারল, কে পারল না -তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে। এবং প্রতিনিয়ত আঙুল তুলে কাউকে বলে মেধাবী , কাউকে বলে মেধাহীন। শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আর সংকীর্ণ ধারনা থেকে মানুষদের বের হয়ে আশা উচিৎ। কিন্তু যারা সমাজকে বদলাতে পারেন বা ভুল ধারনা ভাংতে পারেন তারা নিজেরাই এই ভুল পধতির সুবিধাভুগি। সতরাং তারা এই সব সংকীর্ণ ধারনা লালনা সহায়তা করে থাকে।
Posted on: Thu, 11 Jul 2013 08:00:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015