মিনি এক্সাম-001 পূর্ণমান ; - TopicsExpress



          

মিনি এক্সাম-001 পূর্ণমান ; ৫, সময় : ২ মিনিট 1.. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে? ক) মহাকাব্যে খ) নাটকে গ) পত্রকাব্যে ঘ) সনেটে 2. ’কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?— উক্তিটি কার? ক) রঙ্গলাল বন্দ্যোপাধ্যেরায় খ) মোহিতলাল মজুমদারের গ) কৃষ্ণচন্দ্র মজুমদারের ঘ) সুরেন্দ্রনাথ মজুমদারের 3. ”মধুরচেয়ে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি” । কবিতার এই অংশবিশেষের রচিয়তা - ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মোহাম্মদ মনিরুজ্জামান গ) সত্যেন্দ্রনাথ দত্ত ঘ) নির্মেলেন্দু গুণ 4. রাজা টংকনাথের বাসভবন কোন জেলায়? ক) গাইবান্ধা খ) ঠাকুরগাঁও গ) নীলফামারী ঘ) দিনাজপুর 5. Out post পরিভাষা কোনটি? 1. গোলের বাইরে 2. খসরা 3. ফাঁড়ি 4. চুক্তি
Posted on: Sat, 17 Jan 2015 06:45:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015