মোনাশ বিশ্ববিদ্যালয় – - TopicsExpress



          

মোনাশ বিশ্ববিদ্যালয় – ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত: দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী হয়েছে আজ । সকালে প্রফেসর বারনেডিন গ্যামবার্গ এর সভাপতিত্বে ,বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমানের বক্তৃতার মাধ্যমে শূরু হয় দ্বিতীয় দিনের সম্মেলন।তিনি সম্মেলনের প্রশংসা করেন এবং বলেন এই ধরনের সম্মেলন এর মাধ্যমে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের সাথে পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটবে ।এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান বক্তা আরএমআইটির প্রফেসর সুপ্রিয়া সিং “The Global South Shapes the Future of Money” বিষয়ের উপর তার বক্তব্য উপস্থাপন করেন। প্রধান বক্তার পর ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর শিবলী রুবাইয়ত-উল ইসলাম “Towards Inclusive Sustainable Financing: Lessons from Bangladesh” বিষয়ের উপর বক্তৃতা প্রদান করেন । অনুষ্ঠানের দ্বিতীয় অংশে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি এর চেয়্যারম্যান প্রফেসর আজাদ চৌধুরী । তার বক্তৃতার পর যথাক্রমে তাদের বক্তব্য উপস্থাপন করেন ড.রিজওয়ান খাইর-ড.মোঃ জহুরুল ইসলাম- মোঃ রেজাউল ইসলাম ,নফেল ওয়াহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার আব্দুস সালেক,মোঃ শাহরিয়ার ইসলাম, মোঃমশিউর রহমান , তারিক আহমেদ-এম এস সারওয়ার , ফাতেমা সমদানি রশনী ।সবার বক্তব্য উপস্থাপনের পর প্রফেসর শিবলী রুবাইত-উল ইসলাম সম্মেলন সফল করার জন্য সকল ফ্যাকাল্টি মেম্বার, সম্মেলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন । এছাড়াও সম্মেলনটি সফলভাবে আয়োজন করার জন্য ড.ইউসুফ কামালকে বিশেষভাবে ধন্যবাদ জানান । এরপর সবশেষে প্রফেসর কামরুল আলমের বক্তৃতার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। শাফাত কাদির খায়রুল বাসার DUTimz
Posted on: Tue, 09 Dec 2014 17:05:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015