মিনতি সরওয়ার - TopicsExpress



          

মিনতি সরওয়ার ফারুকী তোমার দেয়া চোখের জ্যোতি নিভিয়ে তুমি দিও- প্রভু আমার তাতে দু:খ কোন নেই। তোমার দেয়া প্রবল বাহুর শক্তি তুলে নিও- প্রভু আমার তাতে দু:খ কোন নেই। তোমার দেয়া পায়ের চলন অচল করে দিও- প্রভু আমার তাতে দু:খ কোন নেই। তোমার দেয়া অঙ্গের হাসি মিলিয়ে তুমি নিও- প্রভু আমার তাতে দু:খ কোন নেই। তোমার দেয়া মূল্যবিনে জীবনটারে নিও- প্রভু আমার তাতে দু:খ কোন নেই। শুধু- তোমার দেয়া জিহ্বাটিরে রেখে দিও- প্রভু যেন- তোমার নামটি জপতে পারি সুরে সুরে গাইতে পারি এই মিনতি রেখো আমার প্রভু পরম প্রিয়। #প্রথম গ্রন্থের শেষ কবিতা।।।
Posted on: Sun, 20 Oct 2013 00:41:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015