মানুষ চলে যায় চিরায়ত - TopicsExpress



          

মানুষ চলে যায় চিরায়ত রীতি আমরাও এসেছি চলে যাবার জন্যই এর মধ্যখানে কতকিছুর সাথে সাক্ষাত, প্রেম ভালোবাসা, সংগ্রাম, বেঁচে থাকা মানুষের এই নাতিদীর্ঘ জীবনে নিত্য ঘটে লক্ষ কোটি ঘটনা আমরা সব মানুষ সবাইকে চিনি না, এমনতো সত্য সব মানুষকে একবারের জন্যও দেখা সম্ভব নয় নিজের চারিপাশের মানুষকেই আমরা দেখি না, কথা হয় না পরিচয় হয় না, তবুও লেগে থাকে বিবাদ মনোমালিণ্য, অপ্রাপ্তির খেদ মানুষের এক জীবনে প্রয়োজনের শেষ নেই-সবই হয়তো বেঁচে থাকার তাগিদে দিনশেষে তবুও মানুষের মানুষই চাই-আপন করেই চাই চলে যাবার আগে মানুষের অনেক কিছুই চাই-চলে যাওয়াটাও সুন্দর হোক এইতো আমরা চাই সবার চলে যাওয়া তবুও এক হয় না, বুকে দাগ দিয়ে যায়, চোখে পানি দিয়ে যায়, আত্নার মাঝে গেঁথে যায় মানুষের চলে যাওয়াই মানুষের সর্বাধিক ব্যথার ইতিহাস /চিঠি-০২. ২৫.৮.২০১৩
Posted on: Sun, 25 Aug 2013 06:25:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015