মানুষ তার মস্তিষ্কের - TopicsExpress



          

মানুষ তার মস্তিষ্কের শতকরা কতভাগ ব্যবহার করতে পারে জানেন ? ১০% :o আর এর থেকে বেশি একটা প্রাণীই আছে যে কিনা মানুষের থেকে বেশি মস্তিষ্ক ব্যবহার করতে পারে। ডলফিন। ডলফিন তার মস্তিষ্কের প্রায় ২০% ব্যবহার করতে পারে। আচ্ছা কেমন হত যদি মানুষ ১০০%ই ব্যবহার করতে পারে ? এমনই এক উদ্ভট আইডিয়া দিয়েই সাজানো হয়েছে Lucy মুভির প্লট... . . লুসি তাইওয়ান এর তাইপেতে পড়াশোনার পাশাপাশি চাকরি করে। কিন্তু সে হঠাত করেই জড়িয়ে যায় এক মাফিয়ার সাথে। তারা তাকে মাদক পাচারের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়...একদিন হঠাত তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন হয়...অনেক শক্তি অর্জন করে ফেলে। মুভির প্রথম প্রায় ১০-১৫ মিনিট মাত্র বললাম এরপর কি হয়েছিল লুসির,আর কেনইবা এই শক্তি অর্জন তা জানতে স্ক্রিনের সামনে বসতে হবে। . প্রথম দিকে Limitless এর সাথে তুলনা করতে শুরু করলেও একটু পরই তা উবে গেছে... . সাই ফাই মুভির ডাই হার্ড ফ্যানদের কাছে মুভিটা মোটামুটি লাগতে পারে। কিন্তু আমার মত মিডিয়াম লেভেল এর ফ্যান দের কাছে অস্থির লাগবে মুভিটা :) . মুভির আসলে মূল আকর্ষণ আসলে একজনই Scarlett Johansson যে কিনা এই মুভির নাম ভুমিকায় অভিনয় করেছে। সাথে আছে আর এক জন বস, ম্যাজিকাল ভয়েসের Morgan Freeman আর একজন আছেন আকর্ষণের ! ! Oldboy আর I Saw the Devil এর পাগলা Choi Min-sik #লুসি মুভিতেও তারে পাগলা হিসেবেই দেখাইসে :P কোরিয়া আমার পিছু ছারছেই না :/ . ★✰★ ট্রেইলারঃ https://youtube/watch?v=MVt32qoyhi0 . ✸✸✸ imdb: imdb/title/tt2872732/ (6.5) . . ▬▬▬▬►ডাওনলোড লিঙ্ক ◄▬▬▬▬ 300mbfilms.co/lucy-2014-r6-hdrip-350mb-nitro (৫৫০ এম বি :o , প্রিন্ট কিন্তু একেবারে চকচকা ) (এখানে টরেন্ট, ডিরেক্ট দুই লিঙ্কই আছে)
Posted on: Thu, 13 Nov 2014 17:13:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015