মানুষের জীবন হলো সুখ এবং - TopicsExpress



          

মানুষের জীবন হলো সুখ এবং দুঃখ দিয়ে গাঁথা একটি বিচিত্র মালার মতো । পৃথিবীর সকল মানুষ সুখের জন্য লালায়িত, সুখের পেছনেই সকলে দৌড়ায়, দুঃখকে ভয় পায়, পরিহার করতে চায় । কিন্তু প্রকৃতপক্ষে সুখ এবং দুঃখ কোনোটাই স্থায়ী নয় বরং জোয়ার-ভাটার মত জীবনে আসে । ঘন মেঘের আড়ালে কখনো কখনো সূর্য ঢেকে যায়, আলোকিত সূর্য তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে । তার প্রভাবে তখন সবকিছুই অন্ধকার মনে হয় । কিন্তু মেঘ কেটে গেলেই সূর্য পুনরায় তার উজ্জ্বলতা নিয়ে প্রকাশ পায় । মানব জীবনে আকাশেও তেমনি কখনো কখনো জমাট বাঁধে দুঃখ এবং বিপদাপদের ঘন কালো মেঘ । মাথার উপর ভেঙে পড়ে ঝড়-ঝণজ্ঝা, বজ্রপাত । অসহায় মানুষ তা দেখে ভীত হয়ে পড়ে । কিন্তু সে বিপদের রাত্রের আড়ালেই লুকিয়ে থাকে তার সুখের সূর্য । অচিরেই বিপদের মেঘ কেটে আসবে প্রত্যাশিত সুখের সূর্য । তাই ভেঙে পড়া উচিৎ নয়, সাহসে বুক বাঁধতে হবে ।
Posted on: Sun, 23 Jun 2013 10:05:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015