মানুষের নতুন নতুন রুপ , - TopicsExpress



          

মানুষের নতুন নতুন রুপ , অবয়ব, চেহারা ও বিবেচনা বোধ দেখে দেখে ক্লান্ত হয়ে যাওয়া ছাড়া আমাদের অধিকাংশের কি আর অন্য উপায় নেই ? শিক্ষিত মেধাবী ও সাধারণের চেয়ে অধিক বুঝজ্ঞান সম্পন্ন লোকেরাই যেখানে স্বার্থ নিরপেক্ষ ভাবে যৌক্তিক অবস্থানে থাকছেনা , সেখানে ভুল/মিথ্যা/কুসংস্কার/ও মনগড়া ধারণা নিয়ে চলা অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত মানুষের মনের আধার দুর হওয়া তো নিতান্ত তাত্ত্বিক ব্যাপার । এই সমাজে বিভিন্ন পেশার আন্ত:সম্পর্ক বরাবরই আহামরি কিছু ছিল না ।শীতল হলেও তা বাহ্যিক হ্রদ্যতার খোলসে সহনীয় পর্যায়ে ছিল কিছু দিন আগে ও ।সম্প্রতি সাংবাদিক ও চিকিৎসক দের মাঝে সৃষ্টি হওয়া টানাপোড়েন সম্প্রীতির সকল সীমা ছাড়িয়ে একপ্রকার দৃষ্টি কটু ময়দানী লড়াইয়ে রুপ নিয়েছে ।সেখানে আমার অবস্থান স্বাভাবিক নিয়মেই গোত্রগত যুথবদ্ধতায় আত্মরক্ষা মূলক ।সভ্যতা ভব্যতার মাত্রা অতিক্রান্ত অন্যায় প্রশ্রয় প্রদান মেনে নিতে ও দ্বীধাহীন ছিলাম । তবুও দিনশেষে নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করে নিজেদের অবস্থানের যৌক্তিকতা খোঁজার একটা প্রচেষ্টা ছিল । সম্প্রতি তিন বছরের ফুটফুটে শিশু অহনার মর্মান্তিক পরিণতি ও তার পেছনে চিকিৎসক দের অবদান সংক্রান্ত একটি চমৎকার আবেগী লেখায় Rakhal Raha আমাকে ট্যাগ করেন আমার মতামত জানতে চান ।আমি বিষয়টি কে বৃহত্তর ফোরামে উত্থাপন করি যাতে করে নিজেদের ত্রুটি থেকে থাকলে তা নিয়ে আলোচনা র একটা সুযোগ ও তৈরী হয় অথবা চিকিৎসা নিয়ে ঢালাও গৎবাধা অভিযোগ হলে তা ডিফেন্ড করা যায় । উল্লেখ্য এটি একটি ক্লোজ গ্রুপ ফলে উন্মুক্ত আলোচনার অবারিত সুযোগ এখানে আছে । কিন্তু গত চারদিনের দশ হাজারেরও বেশি ডাক্তারদের এই গ্রুপ আমাকে সত্যিই এক চরম শুণ্যতার মুখোমুখি দাঁড় করায় ।নগণ্য সংখ্যক ডাক্তার এ বিষয়ে আলোচনা করতে আগ্রহী হয় ।যদিও একজন লেখাটিকে আলোচনার সুবিধার্থে ফ্রন্ট পেজে ঝুলিয়ে রাখতে এডমিন কে অনুরোধ করেন , তবে তা ছিল শুধুই অরণ্যে রোদন ।সান্ত্বনা যে একেবারে ছিল না তা নয়।আমার পেশার কিছু হৃদয় বান বিবেচকের সক্রিয় মতপ্রদান ও অসাধারন সংবেদনশীল সন্তাপ আমাকে আশাবাদী করে রেখেছে ।কবে , কতদিন পর , আর কত অহনা অমানবিক মৃত্যুযন্ত্রণায় ছটফট করে করে আমাদের চোখের সামনে স্থবির হয়ে গেলে আমাদের দেশের অধিপতি দের এই উপলব্ধি ও বোধ জাগ্রত হবে যে চিকিৎসা কোন সুযোগ নয় এটি জীবনের প্রাপ্য অধিকার । আশা করছি অহনার ওপর করা অন্যায়ের প্রতিবাদ ও প্রতিকার আপনি এমনিতেই করবেন , আমাদের সন্তানেরা এই দেশে কি ধরনের নিরাপত্তা ও সুরক্ষা র ছাযাতলে বাস করছে দেখে নিন। ডাক্তার দের ফোরামে যারা সহমর্মিতা প্রকাশ করেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা সীমাহীন ।তাদের করা কমেন্ট গুলো নীচে পেষ্ট করা হল । 1.DrNargish Perveen এই লেখা আগেও পড়েছি। অহনার বয়সী নিজের বোন ঝি। অন্তরাত্না কেঁপে উঠেছে। কিছু বলার ভাষা নাই। এত জন ডাক্তার কিভাবে ডায়াগনসিস মিস করলেন, এটা গবেষনার বিষয় আছে।। 4 September at 18:44 · Unlike · 4 2.ডা. আলী হাসান উনারা পেকটিস নিয়ে অনেক ব্যস্ত, আর রোগি রেফার করতে চান না। 4 September at 19:46 · Unlike · 2 3.Zainal Abedin Tito Some doctors of our country are too much busy, and they pay little time to examine the patients, to consult with the patients. This type of attitude must be changed. I think, this post should keep on this wall. This post reminds that skillfulness and good communication are integral parts of giving treatment. 4 September at 21:53 · Edited · Unlike · 3 4.Abu Zihad Mohammad Salim উপর দিকে থুঁতু ছিটালে নিজের মুখেই পড়ে। 4 September at 22:07 · Unlike · 2 5.Moulee Akhund We, the juniors should immediately charge our seniors to take the responsibility of their misdeeds..Its meaningless to tolerate the anger of people because of their mistakes.. 4 September at 22:15 · Unlike · 3 6.Adil Abir আমার অনেক কৃতজ্ঞতা আপনাদের কাছে DrNargish Perveen ডা. আলী হাসান Zainal Abedin Tito কষ্ট করে মন্তব্য করার জন্যে ।আমি জানি প্রতিটি মুদ্রার এ পিঠ ওপিঠ দুটোই দেখে নিতে হয় ।তবে এই লেখাটিতে একটি পীঠ এত স্পষ্ট যে অপর পীঠ টি আপাতত না দেখেও ভাবনার গভীরে তলিয়ে যাওয়া যায় । কোন ব্যক্তি বিদ্বেষ নয় বরং আমাদের চিকিৎসা ব্যবস্থা র কৃষ্ণবিবরগুলো চিহ্নিত হলেই এই ট্রমার সান্ত্বনা হতে পারে । 4 September at 22:18 · Like · 6 7.Zainal Abedin Tito I pray, may Allah save and make full cure His servant Ohona. 4 September at 22:21 · Unlike · 2 8.Chandra Shekhar Karmakar ভুক্তভুগি মাত্র জানে কি দুর্বিষহ যন্ত্রণা , বাচ্চা টা ভাল থাকুক ওর বাবা-মার জন্য সহমর্মিতা , আমাদের সীমাবদ্ধতা আমদের মানুষিকতা কবে যে বদলাবে। কবে আমরা মানুষের মত বেঁচে থাকতে পারব কেউ জানে না। 5 September at 00:31 · Unlike · 2 9.DrAyesha Yasmin Baby Ohona er present condition ki kindly janaben? I pray to ALMIGHTY ALLAH for this lovely angel. 5 September at 02:07 · Unlike · 3 10.Maryeum Islam khb kosto laglo..allah jno kono parents k ei din na dekhan..r ami doctr hoe khb e lojjito feel krchi.. 6 September at 00:58 · Unlike · 1 11.Rezwana Rashid Really shocked to read this, dr hisebe ami loggito r mone hoy amra bd r dr ra kisui janina.amar doa roilo ohonar jonno. 7 September at 10:08 · Unlike · আজকের স্বদেশ চল্লিশ বছর আগে কার ইতিহাসের দখলদারিত্ব নিয়ে সোচ্চার, অথচ যারা এই ইতিহাসের লক্ষ্য তারাই বিনা চিকিৎসায় মরে যাচ্ছে । অবিম্রিষ্যকারিতার ও হঠকারিতা র যেন শেষ নেই ।এ এক চিরায়ত অভিসম্পাত । ssrforum.net/case-study-1-ohona-060814/
Posted on: Thu, 11 Sep 2014 03:53:46 +0000

Trending Topics



-height:30px;">
Comment | Todays offering from The Rambler Catching Election
y" style="min-height:30px;">
Hayleys Hair and Extension specialist is Happy to recommend
The joy that this gospel brings to my life is immeasurable.
His features were tight, but in a way making her ache. “I
Theres only 14 days left to contribute to our bike class

Recently Viewed Topics




© 2015