মান্না দে পটল তুলেচেন, - TopicsExpress



          

মান্না দে পটল তুলেচেন, তাতে আমার কিগো মশাই!! একজনকে দেকলেম মান্না দে সাহেপের রুহের মাগফিরাত কামনা করেও স্ট্যাটাস দিতে... ... খেক খেক...!!! তিনি আমার উপকার বা ক্ষতি কিছুই করে নাই, তাই আমি তার মৃত্যুতে অনুভূতিহীন!! -কি!!?? সে খুপ ভালো গায়ক ছিল!!? ভালো ছিল কি খারাপ ছিল বিষয়টা আপেক্ষিক, আমার যা ভালো লাগে আরেকজনের তা খ্রাপ লাগতেই পারে। হ্যাঁ তবে বিখ্যাত ছিল বটে!! তয় এর চাইতে সনু নিগামের ভয়েস হাজার গুণ মিষ্টি আর ক্লাসিকাল বেইসড!! ... ... যাউকগা, মান্না দে সাহেপকে এক্কান গান ডেডিকেট কল্লামঃ ছাইড়া গেলাম মাটির পৃথিবী জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধা অভিমান হায়রে কি নিঠুর এই নিয়তির বিধান!!! রক্তে আমার মিশা ছিল সুরের ছোঁয়া, জীবন দিয়া বাইয়া গেলাম সঙ্গীতের খেয়া; আশায় আশায় কাটলো জীবন ভর, পার হইল না এই সুর সাগর.. বুকে জমাট বাঁধা অভিমান... হায়রে কি নিঠুর এই নিয়তির বিধান!!! ছাইড়া গেলাম... ... : : : আবেগে কাইন্দালাইচি.... .... :(:(:( আমার এতো আবেগ ক্যারে!!!!! ঃপি
Posted on: Thu, 24 Oct 2013 06:27:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015