মোবাইলে অপেরা মিনি দিয়ে - TopicsExpress



          

মোবাইলে অপেরা মিনি দিয়ে বাংলা লেখুন: ১}প্রথমে দুইটি ট্যাব খুলে রাখুন। ২}প্রথম ট্যাবে যেখানে বাংলা রাখতে চান সেটিতে ঢুকুন আর দ্বিতীয় ট্যাবে writebangla /fb/ এ ঢুকুন। ৩}Banglish Input Box এ যা লিখবেন তা ইংরেজিতে লিখুন। ৪}তারপর Convert Banglish ToBangla ক্লিক করুন। ৫}Read Bangla Output Box এরউপরে কিছু ঘর ঘর দেখতে পাবেন।সেখানে ক্লিক না করে উপরে রেখে 1 প্রেস করে কপি করুন। (আপনার মোবাইলে যেভাবে কপি করেন সেভাবে কপি করবেন) ৬}তারপর আগের ট্যাবে ফিরে আসুন। ৭}সেখানে পেস্ট করুন।তারপর পোস্ট করুন। ৮}আপনার বানান যাতে ভুল না হয় সেইজন্য KeyMap থেকে দেখে নিন।যেমন = ami bangolaTaip koro = আমি বাংলা টাইপ করব। ৯}তা না হলে এখান থেকে দেখুন writebangla / ­ AvroPhoneticKeym ap.html । ১০}এই পোস্টে বাংলা লিখে কমেন্ট করুন। যা লিখবেন তা বাংলায় লিখুন। মানে প্রাক্টিস করুন। (collected) তানভীর ™
Posted on: Sat, 13 Jul 2013 09:56:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015