মোবাইল ফোন তৈরির সময় - TopicsExpress



          

মোবাইল ফোন তৈরির সময় টেকনিক্যালি একটু ভুল হয়েছে বলে আমি মনে করি। কেউ কল দিলে যদি রিসিভ না করা হয় তাহলে মোবাইল ফোনে ‘মিসড কল’ লেখা দেখায়। আবার ‘মিসড কল’ দিলেও ‘মিসড কল’ লেখা দেখায়। তাই ফোনের ধারে কাছে না থাকলে বুঝার উপায় নেই এটা ‘কল’ না ‘মিসড কল’। কিছুক্ষণ আগে ফোন রেখে পাশের রুমে টিভি দেখছিলাম। ফিরে এসে দেখি ফোনে একটা ‘মিসড কল’। অপরিচিত নম্বর দেখে আমি কল ব্যাক করলাম। (১৯.১০.২০১৩, রাত ১০টা ৪১ মিনিট।) ওপাশ থেকে একটি মেয়ে ফোন রিসিভ করে ধমক দিয়ে বলল, ‘কে আপনি?’ অপরিচিত কেউ এমনভাবে ধমক দিতে পারে এমনটা আমার ভাবনার বাইরে ছিল। মেয়েটার ধমক শুনে আমার কি বলা উচিত বুঝে উঠতে পারলাম না। তবুও আমি আমতা আমতা করে বললাম, ‘আপনি কি আমার নম্বরে ফোন দিয়েছিলেন?’ মেয়েটা আবার গলার স্বর কঠিন করে বলল, ‘তার আগে বলেন আপনি আমার ফোন নম্বর কোথায় পেলেন?’ ‘আপনি আমার ফোনে ‘কল’ অথবা ‘মিসড কল’ দিয়েছিলেন তাই আপনার ফোন নম্বর পেলাম। এতে রেগে যাওয়ার কি আছে?’ ‘আপনি জানেন, আমার আম্মু বা ভাইয়া ফোন ধরলে আমার কি অবস্থা হত?’ ‘না, সেটা আমি জানি না।’ ‘আপনি এই নম্বরে আর ফোন দিবেন না। ঠিক আছে?’ ‘অবশ্যই ঠিক আছে। আমি অযথাই কেন আপনার নম্বরে ফোন দেব। আরও যদি কিছু বলার থাকে আমাকে ফোন করে তারপর বলুন। আমার ফোনের টাকা যাচ্ছে।’- বলেই ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পর মেয়েটা কল ব্যাক করে বলল, ‘আপনি কে?’ ‘আপনিতো ফোন করলেন, তো আপনি বলুন কোথায় ফোন করেছেন?’ মেয়েটার পাল্টা জবাব, ‘আমি ফোন করেছি বলেই কি আমাকে আগে বলতে হবে?’ ‘এটাইতো স্বাভাবিক। বলুন আপনি কে? কোথায় থেকে বলছেন?’ ‘আমি ঢাকা থেকে আরিশা বলছি। এবার বলুন আপনি কে?’ আমি আমার নাম বলতেই মেয়েটা একটা বিজয়ের উল্লাস দিয়ে বলল, ‘থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া আপনি কি করেন?’ ‘এত কিছু জেনে আপনার কি লাভ?’ ‘আহ্্হা, ভাইয়া বলেন না প্লিজ!’ ‘তার আগে বলুন আপনি কি করেন?’ ‘সামনে মেট্রিক পরীক্ষা দিব।’ ‘ভাল।’ ‘আচ্ছা ভাইয়া আপনি যদি মাইন্ড না করেন তাহলে আপনাকে একটা কথা বলি?’ ‘কি? বলুনতো শুনি!’ ‘ভাইয়া আপনি থাকেন কোথায়?’ ‘কেন,এতকিছু জানার কি দরকান বলুন?’ ‘প্লিজ বলুন না, একটা দরকার আছে।’ ‘কি দরকার?’ ‘আগে বলুন তারপর বলছি।’ ‘আপনি বিষয়টা ক্লিয়ার করে বলুন। আমি বুঝে দেখি আপনার কি দরকার।’ ‘আপনি যেটা বুঝছেন, আমি আপনাকে লাভ করব সেটা না।’ ‘আমিতো এমনটা বলি নি।’ ‘ওহ্্ গড। আপনি কোথায় থাকেন বলেন?’ ‘কোথায় থাকি সেটা বলতে আমি বাধ্য না। আপনি কারণটা ক্লিয়ার করেন তারপর আমি বলছি।’ ‘আপনার সাহসতো কম না, আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন।’ ‘কি বললেন?’ ‘না, কিছু না।’ ‘আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমি আমার ফ্রেন্ডের সাথে বাজি ধরছি। বাজিতে আমাকে জিততে হবে। যে করেই হোক। বাজিতা জিতিয়ে দিবেন?’ ‘কিসের বাজি?’ ‘একটা ছেলে আমাকে বার বার খুব ডিস্টার্ব করছে। ওর জন্য আমি স্কুলে যেতে পারি না। ছেলেটা এতো কালো আমার একটুও ভাল লাগে না। এক মিনিটের জন্য আপনি আমার হবু হাজব্যান্ড হিসেবে কথা বলতে পারবেন? ওই ছেলেটাকে ফোন দিয়ে বলবেন যে, আপনার সাথে আমার মিক্সড হয়ে গেছে। প্লিজ!’ ‘বাহ্, দারুনতো বিষয়টা। আপনি তাকে বুঝিয়ে বলুন যে, তাকে আপনার পছন্দ না।’ ‘বলছি। ও বলছে আমাকে কিডন্যাপ করবে।’ ‘আপনি এ ব্যাপারে আইনি সহায়তা নিতে পারেন।’ ‘প্লিজ ভাইয়া, মনে করেন আমি আপনার বোন। আপনি ওকে ফোন করে বলেন, আমার সাথে আপনার মিক্সড হয়ে গেছে।’ কি বলে মেয়েটা। ও কি হেমায়েতপুর থেকে ছাড়াটারা পেল কি না কে জানে। মেয়েটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘তাহলে আপনি আমার রিকোয়েস্ট রাখছেন না।’ ‘এটা কোন ধরনের রিকোয়েস্ট?’ মেয়েটা রেগে গিয়ে বলল, ‘আপনার এতো দেমাগ কেন? এতো অহংকার করেন কেন?- বলেই ফোনটা রেখে দিল। আসলেই কি আমি দেমাগ বা অহংকার দেখালাম?
Posted on: Sat, 19 Oct 2013 19:12:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015