মোবাইলের জন্য ভাইরাস - TopicsExpress



          

মোবাইলের জন্য ভাইরাস খুবই বিপজ্জনক । অনেক দরকারি ডাটা নষ্ট হয়ে যায় ভাইরাসের কারনে । মোবাইল কে ভাইরাস মুক্ত রাখতে যা যা করণীয় ------- ১-- সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দামী এবং ভাল ব্র্যান্ডের মেমোরী কার্ড ব্যাবহার করা ৷ তাইলেই অর্ধেক কাজ শেষ ৷ ২-- একটি ভাল antivirus software ব্যাবহার করা ৷ ৩-- কখনই না চেক করে অন্য মোবাইলের মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷ ৪-- পারতপক্ষে চাইনীজ মোবাইল থেকে ফাইল নিবেন না ৷ তবে, Symphony, Walton এগুলোর প্রটেকশন সিস্টেম এখন উন্নত । তাই বেশি সমস্যা হবে না । ৫-- একই মোবাইলে কখনই Change করে করে দুই মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷ ৬-- মোবাইলের নিজস্ব স্টোর থেকে গেমস অথবা সফ্টওয়্যার ডাউনলোড করুন ৷ ৭-- ব্যাবহার করেন না এ ধরনের ফাইল মেমোরী কার্ডে রাখবেন না ৷ ৮-- মাসে একবার হলেও কম্পিউটারের সাহায্যে ভাল আপডেটেড antivirus software দিয়ে মেমোরী কার্ড স্ক্যান করুন ৷ ৯-- সপ্তাহে একবার মেমোরী কার্ডের Disc Defragment করুন ৷ ১০-- আজেবাজে website এ প্রবেশ করবেন না ৷ মোবাইল এর প্রোটেকশন সিস্টেম অন রাখলেই এই ধরনের সাইটে প্রবেশ করবে না ৷ আশা পোস্টটি সবারই কাজে আসবে আশা করি । ভাল লাগলে লাইক দিয়ে ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ৷ Admin-এম কে রুমি
Posted on: Sun, 26 Jan 2014 13:08:52 +0000

Trending Topics



:30px;">
PLEASE TAKE 1 MIN AND READ! Why do we do it! We love are kids but
There are no words to describe our feelings and emotions at times
Due to the fact that Facebook has chosen to involve software that
One of the benefits of no longer working in Corporate America is
I need my sons biological father to contact me regarding my

Recently Viewed Topics




© 2015