মেমরি কার্ডের পাসওয়ার্ড - TopicsExpress



          

মেমরি কার্ডের পাসওয়ার্ড খুলে ফেলুন মোবাইলেই-[ জেনে রাখুন আগামীতে কাজে দেবে] ☼আমাদেরমোবাইলে মেমরী কার্ডের ব্যবহার অতুলনীয় কিন্তু-মাঝে মাঝে আমাদের প্রিয় মেমরী কার্ডে ভুলে পাসওয়ার্ড লেগে যায়.....বন্ধুরা দুস্টমী করে লাগিয়ে দেয়......আরো কত কী। কিন্তু সেই দিন আজ থেকে সেষআজকে আপনাদের কে সেখাব কীভাবে মেমরী কার্ডের পাসওয়ার্ড খুলতে হয়। ☼খুবি সোজা একটা কাজ এর জন্য একটা SYMBIAN মোবাইল প্রয়োজন হবে↓ 6120,N73,E63,E71,E66,E5, এরকম সিরিয়েসের আরো মোবাইল আছে যেগুলো দিয়ে পাসওয়ার্ড খুলে যাবে। ◙1: প্রথমে এরকম ◙1টা মোবাইল নিন। ◙2: পাসওয়ার্ড লাগানো মেমরিকার্ড টা সেই মোবাইলে ডুকান। ◙3: মেমরি ডুকালে পাস চাইবে আপনি (Cancel) দিন। ◙4: সেই মোবাইলের (Tools) নামক ফোল্ডারে যান। ◙5: সেখান থেকে মেমরী (Select) করুন। ◙6: টুলস থেকে মেমরী গিয়ে (Option)Click করুন আর (Formate) দিন বেস কাজ সেষ । ◙এখন আপনার মেমরী কারডের পাসওয়ার্ড খুলে গেছে..... একবার আপনার মোবাইলে ডুকিয়ে দেখুন কী পাসচাইছে? ◙ বি:দ্র- ফরমেট দেওয়ার পর আপনার মেমরী কার্ডের কিছুই ফীরে পাবেননা কিন্তু আপনার মেমরী তো ফীরে পেয়েছেন| Plz লাইক মাড়েন।
Posted on: Wed, 10 Jul 2013 14:32:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015