মেয়েরা হাতাকাটা - TopicsExpress



          

মেয়েরা হাতাকাটা জামা, ব্লাউজ পড়ে, নাভীর অনেক নীচে জিন্স পড়লে হয়, লুকিং সো হট । বিপরীতে ছেলেরা নাভীর অনেক নীচে জিন্স পড়লে হয় খচ্চর, মেয়েদের জামা যত বেশী খোলামেলা ততবেশি আধুনিক কিন্তু ছেলেদের বুকের শার্টের বোতাম খোলা থাকাকে আমাদের সমাজে গুন্ডা, মাস্তানী স্টাইল হিসেবে দেখা হয় । লক্ষ্য করুন , ছেলেদের বেলায় শালীনতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, অথচ মেয়েদের বেলায় বলা হচ্ছে, একটা মেয়ের কাপড় পড়ার স্বাধীনতা থাকা উচিত । এই যে দ্বিমুখী আচরন, এটাই হচ্ছে নারীকে পন্য বানানোর সবচেয়ে বড় হাতিয়ার । নিজেরাই নিজেদেরকে ভোগ্য বস্তুর সামিল করতেছে ! যদি মেয়েদের বলেন একটু ঠিকঠাকভাবে জামা কাপড় পড়েন আফা, তবে উওরঃ You are Unsmart Or যত সব গন্ড মূর্খের দল । সেই সকল আফাদের কইছি আমরা গন্ড মূর্খ না আমরা গ্রাজুয়েট, নিজেদের একটু কদর করতে শিখেন ........ নয়ত কোল বালিশ লইয়া কাঁদতে হবে কইলাম একদিন..........!!!! কোন ভুলত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, মনে রাখবেন ক্ষমা করা মহত্ গুণ...
Posted on: Tue, 03 Dec 2013 17:22:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015