মার্কিন প্রেসিডেন্ট - TopicsExpress



          

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমরা এমন একটি বিশ্ব মেনে নিতে পারি না, যেখানে নারী, শিশু ও নিরীহ বেসামরিক লোকজনকে ভয়ঙ্কর মাত্রায় গ্যাস প্রয়োগ করা হয়।’ হেহঃ.... মায়ের চেযে মাসির দরদ বেশি হইয়া গেল..... প্রতিটা দেশে যুদ্ধবাঁধিয়ে, বোমা ফেলে ওবামার দেশ আমেরিকাই লক্ষ লক্ষনিরীহ নারী, শিশু ও নিরীহ বেসামরিক লোকদের হত্যা করেছে। থুঃ... মার্কিনীদের আমি ঘৃণা করি, এমনকি যখন তারা সদ্য প্রস্ফুটিত লাল টকটকে গোলাপও নিয়ে আসে ! (shofiqul islam)> zia
Posted on: Sun, 01 Sep 2013 06:50:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015