মার্কিন যুক্তরাষ্ট্রকে - TopicsExpress



          

মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরাণের শেষ শাহ রেজা পাহলভির স্ত্রীর বিখ্যাত উক্তি ‘আমেরিকা যার বন্ধু তার কোন শত্রু দরকার নেই’ কথাটি আবার মনে পড়ছে। এইচ,টি,ইমামের মত ‘উপদেষ্টা’ বা ‘মিত্র’ থাকলে এই সরকারের কোন শত্রু দরকার নেই। যুক্তিহীন, চাটুকার বন্ধুর চেয়ে যুক্তিবাদী, সত্যবাদী শত্রুও যে শ্রেয়তর তা-ই বোধ হচ্ছে। ৩৭ মিনিটের ফোনালাপে বিরোধী দলীয় নেত্রীর চূড়ান্ত অসৌজন্যমূলক ব্যবহার, ঝগড়া, অসহনশীলতা ইমামের মিথ্যাচারের জন্য ক্ষমা পেয়ে উল্টো সরকারের ঘাড়েই বুমেরাং হচ্ছে বা হবে। এবং আমরা অনেকেও এই ‘উপদেষ্টা’র জন্য ‘মিথ্যেবাদী’ হলাম। মিথ্যের ঘাড়ে চেপে যে সফলতা আসে, তা’ দু’দিনের বেশি স্থায়ী হয় না। তবে একটি অনলাইন পত্রিকায় বুদ্ধিমান মন্তব্য করেছেন এক টিভি দর্শক। বিরোধীদলীয় নেত্রী বারবার যে বলেছেন যে তার রেড ফোন ‘ডেড’ ছিল আর সেই ‘ডেড’ ফোনের পাশে তিনি ‘কলে’র অপেক্ষা করছিলেন ও শুনতে পারেন নি...দর্শকের মন্তব্য: তাঁর ফোন ‘ডেড’ বলেই যদি তিনি জানেন, তবে সেই ‘ডেড’ ফোনের পাশে তিনি বসে থাকবেন কেন?
Posted on: Tue, 29 Oct 2013 11:21:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015