মির্জা ফক্কর দুঃখিত - TopicsExpress



          

মির্জা ফক্কর দুঃখিত ফকরুল আজ দারুন কথা কইছে “আওয়ামি লীগ তাদের পরাজয় ঠেকাতে বিদেশ থেকে সেনাপতি এনেছে”। আসলে তাদের দল সেনা ছাউনিতে একজন সেনাপতির হাত ধরে জন্ম তাই সবক্ষেত্রে সেনাপতিকেই তারা দেখতে ভালোবাসে।কথাটা যে সজীব ওয়াজেদ জয়কে লক্ষ্য করে বলা হয়েছে তা আমরা বুঝেছি । সজীব ওয়াজেদ জয় জেনারেল জিয়ার মত একজন বিশ্বাসঘাতক সেনাপতিও নয় বা তার ছেলে তারেক জিয়ার মত বিশ্ববিখ্যাত দুর্নীতিবাজও নয় তাই তাকে সেনাপতি বলে কটাক্ষ করে মির্জা ফকরুল অর্বাচিনতার পরিচয় দিয়েছেন। সজীব ওয়াজেদ জয় কোন সেনাপতি নন তিনি নতুন প্রজন্মের একজন উচ্চ শিক্ষিত, সচেতন এবং উদার নীতির রাজনৈতিক কর্মি এবং নেতা। ড. সফিক, মস্কো।
Posted on: Sat, 03 Aug 2013 13:14:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015