মিশরে ইমামকে জুতাপেটা - TopicsExpress



          

মিশরে ইমামকে জুতাপেটা করেছে বিক্ষুদ্ধ মুসল্লিরা। শুক্রবার মিশরে প্রাণ কেন্দ্রের একটি মসজিদের খুতবার জন্য একজন ইমামকে জুতাপেটা করেছে বিক্ষুদ্ধ মুসল্লিরা। ইমামের নাম মুস্তাফা নওয়ারেগ।সেনা সমর্থিত সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের নিরস্ত্র প্রতিবাদকারীদের‘সন্ত্রাসী’ বলে সম্বোধন করে খুতবার আলোচনা শুরুর ৫ মিনিটের মধ্যে তার দিকে জুতাবৃষ্টি শুরু হয়। সেই নামাযে উপস্থিত ছিলেন সেনা সমর্থিত সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের বহু আত্মীয়-স্বজন। তাদের প্রত্যাশা ছিল নিহতদের শহীদ হিসেবে সম্বোধন করবেন নতুন ইমাম। মুসল্লিরা প্রথমে হাত তুলে নিরব প্রতিবাদ করলেও ইমাম তার বক্তব্য থামাননি। বাধ্য হয়ে মুসল্লিরা বলে ওঠেন, ‘তোকে একাজের জন্য কে পয়সা দিয়েছে। মিম্বার থেকে নেমে আয় কাফের। পরে তাকে চড়থাপ্পড় শুরু করেন সেনা সমর্থিত সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের আত্মীয়-স্বজনেরা। মসজিদে উপস্থিত গোয়েন্দা বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। সেনা বাহিনীর পক্ষে কথা বলার জন্যে সাম্প্রতিক মিশর সরকার তাকে ওই মসজিদে নিয়োগ দেয়।
Posted on: Fri, 11 Oct 2013 09:54:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015