মেসেঞ্জারে একটা মেসেজ - TopicsExpress



          

মেসেঞ্জারে একটা মেসেজ আসলো- i hope আপনার ভালোবাসার লেখাগুলো আমাকে মীন করে লিখতেন, abstract যে মেয়েটাকে কল্পনা করে লিখেন তাকে আমার হিংসা হয়। উত্তর দেইনি, স্ট্যাটাস দিচ্ছি- টিন এজ বয়সের মেয়েরা অল্পতেই পাগল হয়, তারা মানুষের কথায় পাগল হয়, বান্ধবীর প্রেমে জেলাস হয়ে পাগল হয়, সবাই কাউকে নিয়ে খেপায় তাই পাগল হয়, কোন কঠিন লেখা পরে অর্থ বের করতে না পরে অকারনেই পাগল হয়। যে মেয়েটি বন্ধুর সাথে চলাফেরায় প্রচণ্ড শক্ত আবেশ ধরে রাখে সেই মানুষটি চ্যাটবক্সে কোন সিনিয়র ভাইয়ের কথার ধরনে পাগল হয়, একবারেও ভাবেনা এটাই শেষ না, শুরু। #পাগল হওয়া সহজ, কিন্তু পাগল থাকা কঠিন। উত্তর কোনোদিন ও পাবেন না, কারন ভবের পাগলের জায়গা এই আইডির মালিক আসল পাগলের কাছে নাই। আর তুমি? ;)
Posted on: Sat, 27 Sep 2014 13:52:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015