মায়াতে জড়াতে ভীষণ আপত্তি - TopicsExpress



          

মায়াতে জড়াতে ভীষণ আপত্তি আমার।তাই যেখানেই মায়া দেখি সেখান থেকে সরে আসি।মায়ার কষ্ট অনেক বড়।আর কষ্টকে আমি ভয় পাই।তবুও ভুল ভাল কিংবা নিতান্তই অগোচরে মায়াতে জড়িয়ে পড়ি।চুপচাপ ধরনের এই আমি কখনই সেটা কাওকে বুঝতে দেই না।নিজের মধ্যে সব বন্দী রাখার অদ্ভুত একটা ক্ষমতা আমার আছে।মাঝে মাঝে রাস্তায় একা হাটতে হাটতে ভাবি আমার জীবনের উদ্দেশ্য কি?অদ্ভুত একটা উত্তর পাই।উত্তর টা ঠিক এই বয়সে এসে মানায় না।টিনেজ বয়স তো পার করে ফেলেছি।তখন হয়ত মানা যেত,এখন না। হাতে সময় অল্প।কাজ অনেক।তবুও ধীরে ধীরে সব করে ফেলবো।পড়াশোনা,ক্যারিয়ার.............তারপর বেশ কিছু ইচ্ছে।লাইফ টা কেটে যাবে নিশ্চয়ই। আর জীবনের সেই উদ্দেশ্যটা??? সব রুপকথার গল্পের হ্যাপি এন্ডিং হয় না। সব রুপকথার গল্পে রাজকন্যা কে পাওয়া যায় না। আর জীবনটা তো....somehow...... রুপকথাই!
Posted on: Tue, 16 Dec 2014 18:43:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015