মেয়েরা অনেক বুদ্ধিমতি। - TopicsExpress



          

মেয়েরা অনেক বুদ্ধিমতি। একজন বুদ্ধিমতি মেয়ের সাথে কথোপোকথন। tongue emoticon -এইযে আপুটা আপনার নামটা অনেক সুন্দর। -থেংকু। smile emoticon -ওয়েলকাম। smile emoticon -ওয়েট! আপনিতো আমার নাম জানেন না, তাইলে সুন্দর বললেন কিভাবে? gasp emoticon -আপনার নাম জানিনা কে বলল? আপনার নাম পিংকী তাইনা? grin emoticon -না, একদম না। unsure emoticon -তাহলে কি? -আপনাকে বলবো কেন? unsure emoticon -ও, আপনার নামটা তাহলে খুবই পঁচা? -কখনো না। unsure emoticon -জানি জানি, আপনার নামটা হয় কুলসুম না হয় আলেয়া। pacman emoticon -না না, আমার নাম মিথিলা। -ও, সুন্দর নাম। -ধুউউউর। নামটা বলেই ফেললাম। gasp emoticon -হাহাহা। আচ্ছা আপু আপনার ফেসবুক আইডি কি নামে, মিথিলা? -আপনাকে বলবো কেন? -না মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। -এটা কখনোই বলবোনা। আপনার রিকোয়েস্ট আমার দরকার নাই। -ও বুঝছি আপনি তাইলে এনজেল মিথিলা নামের যে আইডি আছে ঐযে সারাদিন খ্যাত মার্কা পোস্ট দেয়, আজাইরা ছবি আপলোড করে ঐটা? pacman emoticon -এই না না ঐটা না, আমার আইডিতো মিথিলা ফারজানা। -ও ভেরি গুড ভেরি গুড। -ধুউউউর। এইটাও বলে দিলাম!!! frown emoticon -হাহাহাহা। আচ্ছা আপু, আপনার বয়সটা কত? -কেন কেন? -না মানে আমার চেয়ে বড় না ছোট সেটা জানতে ইচ্ছে করছে। -কেন, জানতে ইচ্ছে করছে কেন? -আপনি আমার ছোট হলে আপনার সাথে প্রেম করবো। -কি? এত বড় সাহস? আমি কখনো আমার বয়স বলবোনা। -প্লিজ বলেন। আমি আপনাকে প্রপোজ করবো। -শয়তান ছেলে। যা ভাগ। -না যাবোনা। প্লিজ বয়সটা বলেন। -বেয়াদব ছেলে, জানেন না মেয়েদের বয়স জিজ্ঞেস করা বেয়াদবি? -ওহ সরি, ভুল হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দেন। frown emoticon -আচ্ছা আচ্ছা মাফ করে দিলাম। -আমার মনে হচ্ছে আপনি আমাকে মাফ করেন নাই। -না না মাফ করছি। -আচ্ছা তাহলে আপনি আমাকে আপনার মেইল আইডিটা দেন, আমি বুঝে নেবো আপনি আমাকে মাফ করে দিছেন। collected
Posted on: Tue, 20 Jan 2015 01:36:17 +0000

Trending Topics



he Occasion of the Festival Leggimontagna 2014 in Tolmezzo I
5 Health Tips You Should Know Share! 1. Do Not Bleach palm oil.
We sell Brand new mobile phones, All original Unlocked with
Im blessing God on behalf of my wonderful husband Chico Young. As
Psalms 27:11 Teach me thy way, O LORD, and lead me in a plain
The humble heart responds to correction with thanksgiving, praise,

Recently Viewed Topics




© 2015