মায়ের ভালবাসা __দুঃখ - TopicsExpress



          

মায়ের ভালবাসা __দুঃখ বিলাসী কবি সবাই পরবেন,কেউ মিস করবেন না.. __খোকা আইলি বাবা?ভাত খাবি না? __না খামুনা,মুখপুরি একটু পেট পুরে খাওন দিতে পারিস না,আবার মুখে বলিস খুধা পাইছে কিনা? __রাগ করিস না বাবা,যা আছে তাই খেয়ে নে। __খামুনা তোর ভাত,তুই খা।এই কথা বলেই ঘর থেকে বেরিয়ে যায় পলাশ। পলাশের বয়স ১২ বছর।এ বয়সে সব ছেলে মেয়েই স্কুলে যায়,কিন্তু পলাশ যায় না।ওর বাবা নেই,বাবা কে ও কোন দিন দেখেনি,খুব অভাবের সংসার ওদের।শুধু মা আছে,একটা জড়াজিন্য বস্তিতে থাকে।ওর মা মানুষের বাড়িতে হারিপাতিল ধুয়ে,ঘর ঝারুদিয়ে যা পায় তা দিয়ে সংসার চালায়।ওর মায়ের বয়স যখন ১৮ বছর তখন বিয়ে হয়।কয়েক মাস না যেতেই তার স্বামি তাকে রেখে পালিয়ে যায়।গর্ভে তখন পলাশ।সবাই বলে সন্তানটাকে নষ্ট করে দিতে, কিন্তু না তার মা দেয়না। আজ প্রায় এক মাস থেকে পলাশের মায়ের খুব অসুখ, কাজে যেতে পারেনি।টাকার অভাবে মাকে ডাক্তার পযন্ত দেখাতে পারেনি। এই একমাস ধরে তাই বাড়িতে হড়িও চলেনি।তবুও পলাশের জন্যে একটু খাবার ঠিকই যোগার হয়েছে। পলাশ ওর মাকে খুব ভালবাসে,কিন্তু কি করবে ও।এখনো তো দুধের বাচ্চা পলাশ। নিজের খাবার থেকেই মাকে খাওয়াতে চায়।কিন্তু মা খায় না।মা ভাবে এতটুকু খাবারে খোকারই পেট ভরবেনা।মা মুখে একটু মলিন হাসি ফুটিয়ে বলে,তুই খা,আমার ক্ষিধে নেই।পলাশের সব থেকে বেশি রাগ ওর বাবা উপর।মনে হয় যদি তাকে একবার পেত তবে ছুরি দিয়ে কয়েকশো বার কোপাতো। একটা রাস্তার পাশে বসে আছে পলাশ। হঠাৎ করে পাশ থেকে শুনতে পায় একটা বয়স্ক টাইপের মহিলা তাকে ডাকছে। __আমারে ডাকলেন? __হ্যা,তুমি কি এই ব্যাগটাকে একটু আমার বাসা পর্যন্ত এগিয়ে দিবে? বিনিময়ে তোমাকে ৫০ টাকা দিব। __হ দিমু। পলাশ ব্যাগ নিয়ে ভদ্র মহিলার বাড়ি পর্যন্ত যায়।বাসায় গিয়ে দেখে তার ছেলে মাংস দিয়ে ভাত খাচ্ছে।পলাশ তার ছেলের খাওয়ার দিকে তাকিয়ে থাকে।ভদ্র মহিলা এটি লক্ষ্য করে। তারপর মিষ্টি ভাষায় বলে,খোকা ভাত খাবে? __হো খামু,খুব খিধা পাইছে,আজ সারাদিন কিছু খাইনা। __ভদ্র মহিলার খুব মায়া হয়। বলে,কেন তোমার মা বাবা নেই?তারা খেতে দেয়নি? __বাপ মাকে রাইখা ভাগছিল।আর ওই মুখপুরি তো অনেক দিন থাইকা বিছানায় পইরা আছে।আমারে খাওন দিব ক্যামনে? __ছি খোকা,মাকে এমন করে বলতে নেই।একটু দাড়াও।এই বলে তিনি ঘর থেকে গরুর মাংস দিয়ে এক প্লেট খাবার আর ৫০ টাকা নিয়ে এসে পলাশ কে দিয়ে বলে নাও খেয়ে নাও। পলাশ অনেক খুশি মনে গরুর এক টুকরা মাংস মুখে দিতেই মনে পরে মা তো কিছু খায়নি।সে বলে, মা কিছু খায়নি,আমি ভাত গুলা নিয়া যাই। কাল এসে প্লেট দিয়া যামুনি। ভদ্র মহিলা তার মনের কথা বুঝতে পারে।তার চোখ দুটি টলমল করে ওঠে, মাথায় শুধু হাত বুলিয়ে বলে যাও। ঘরে যেতেই মা বলে,খোকা আইলি বাবা?সারা দিন কই আছিলি।তোকে খুজে তো পালুম না।নে বাবা প্লেটে তোর জন্যে খাওন আইনা রাখছি,খেয়ে না বাপ। পলাশ প্লেটের ঢাকনা খুলে দেখে সিদ্ধ ডিম দিয়ে ভাত। __ডিম কই পাইলি মা?তুই বাইরে গেছিলি এই শরির নিয়ে? __আমারে খাইতে দিছিল একজন। তোর জন্যে রাখছি। __পলাশের চোখে জল চলে আসে। তারপর মায়ের কাছে গিয়ে বলে,মা তোর জন্যে ভাত আনছি।দেখ.. তার মা চোখ খুলে পাশ ফিরে দেখে প্লেটে মাংস দিয়ে ভাত। __তুই ভাত কনে পাইলি? __আমারে একজন খাইতে দিছিল মা। তোর জন্যে নিয়ে আইলাম।টের থেকে ৫০ টাকা বের করে দিয়ে বলে,এক মায়ের ব্যাগ ঢয়ে দিছিনু,তাই টাকা দিছে।কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যামুনি। তার মায়ের চোখে জল চলে আসে। পলাশকে জাপটে বুকের মাঝে ধরে কপালে গালে মাথায় চুমু খেতে থাকে,আর দুচোখ থেকে খুশির জল পরতে থাকে। ___দুঃখ বিলাসী কবি
Posted on: Sat, 20 Dec 2014 20:08:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015