মেয়েরা হুজুরদের বিয়া - TopicsExpress



          

মেয়েরা হুজুরদের বিয়া করতে চাইনা কেন? উত্তরঃআল্লামা শেখ সাদি রঃ বলছেন। যখন তুমি পর্নগ্রাফার হবা পাপিষ্ঠ হবা তখন খারাপ জিনিস তোমার চোখে ভালো দেখাবে,যেহেতু যেসব মেয়েরা পর্নগ্রাফার তাদের চোখে হুজুরদের ভালো লাগবে না এটা সাভাবিক। যেসব মেয়েরা পরকাল সম্পর্কে উদাসীন তাদের চোখে হুজুরদের ভালো লাগেনা। যেসকল মেয়েরা আল্লাহ রাসুল সাঃ কে ভুলে আছে এসকল দুনিয়াদার মেয়েরা চাই দুনিয়াদার কোনো ছেলেকে বিয়া করতে। এসকল মেয়েরা বড়ই ক্ষতি গ্রস্ত। যেসকল মেয়েরা নামায আদায় করেনা রোজা রাখেনা এসব মহিলারা হুজুরদের বিয়া করতে চায়না, কারন হুজুরদের বিয়া করলি তাদের নামায পড়ায় ছাড়বে।এসব মেয়েরা নামাযকে ভয় পায়,তাই হুজুরদের বিয়া করতে চায়না। মেয়েরা সাধারনত চাই হ্যান্ডসাপ টাকাওয়ালা ছেলে যার মুখে দাড়ি থাকবেনাএসব মেয়েরা পরকাল নিয়ে তেমন ভাবেনা।এটা হল লোভ। মেয়েরা আলেমদের বিয় করতে চায়না কেন জানেন আলেমের মর্যাদা তারা বুঝেনা। কিছু মেয়ে মনে করে বিয়ার পর তার সামিকে দীনের পথে আনবে, হয়তো শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। এক মুফতি মেয়ে দেখতে গেছিল মুফতির মেয়েটিকে পছন্দ হইছিল,মেয়েটির পছন্দ হয়নি, আস্ক করা হলে মেয়েটি উত্তর দিল,পছন্দ হয়না চাচা চাচা লাগতাছে। হাইরে পোড়া কপালিরা আল্লার যমিনে থেকে আল্লার সৈনিকদের আজও চিনলি না। কি করে তোদের মংগল হবে তোরা খুজিস বেনামাজি , পোলা যারা পায়খানা করার পরও ওযু করেনা।এই ভাবে তোরা দুনিয়াতে ও পরকালে ধ্বংস হইবি। যতক্ষণ না হক মানবি। তবুও সমস্যা নায় আলেমদের জন্য আছে পবীত্র রমনিকুল, যা আল্লাহর পক্ষ হতে পুরুষ্কার, বৌ সবাই পাবে আলেমরা তোদের থেকে ভাল বৌ পাবে যারা তোদের মত বেপর্দা ভাবে চলেনা। পরপুরুষেরর সাথে মেলামেশা করেনা। মহান আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিং আবদাহ-আল্লাহ কি মুমিনের জন্য যথেষ্ট নয়? এরপরে বলছি কোন আলেম যদি কোটি কোটি টাকার মালিক হয়, তবে মেয়ে ও তার পরিবার সহজে ঐ আলেমের সাথে সম্পর্ক করতে পারে। আসলে ভাই টাকা না থাকলে স্ত্রীর। ভালো বাসা পাওয়া ও কঠিন। এসব দুনিয়ার দুনিয়াদাররা ধ্বংসা প্রাপ্ত, আর আল্লাহর কাছে আছে পরহেজগার দের জন্য উত্তম প্রতিদান। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ ও তার হয়ে যায়,আর যার আল্লাহ হয়ে যায় তার জন্য আল্লাহ উত্তম রিযিকের ব্যাবস্থা করবেন। জমিনে এমন কোনো বিচরনশীল জীব নেই যার রিযিকের দায়িত্ব আল্লাহ নিজ জিম্মায় গ্রহণ করেননি। সুরা হুদ ঃ৬
Posted on: Sun, 21 Sep 2014 02:24:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015