মধুপুর প্রতিনিধিঃ - TopicsExpress



          

মধুপুর প্রতিনিধিঃ মধুপুরে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সরকার সহিদকে গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তার সমর্থকরা থানা ঘেরাও করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে শতাধিক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। বিক্ষুব্ধলোকজন পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রবাসী ভূইয়া গোলাম মাহবুব লতিফ নামে বিএনপির এক সমর্থক এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ছাপে। এ পোস্টার লাগানোকে কেন্দ্র করে বুধবার মধুপুর সদরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সরকার সহিদের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেখানে গুলির ঘটনাও ঘটে। এ নিয়ে মামলা হলে বুধবার রাত তিনটার দিকে পুলিশ সরকার সহিদকে আটক করে। বৃহস্পতিবার সকালে তাকে ছেড়ে দেয়ার পর দুপুর ১২টার দিকে পুলিশ আবার তাকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠায়। এ ঘটনায় সহিদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তা অবরোধ করে ও থানা ঘেরাও করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে। বিক্ষুব্ধলোকজন এ সময় পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। মধুপুরের সব দোকান বন্ধ রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম জানান, সরকার সহিদের বিরুদ্ধে মামলাদায়েরের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। পরিস্থিতিনিয়ন্ত্রণে সেখানে কয়েক রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপের বিষয়টি তিনি স্বীকার করেছেন।
Posted on: Thu, 15 Aug 2013 10:55:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015