মধ্যপ্রাচ্যের মুখে, - TopicsExpress



          

মধ্যপ্রাচ্যের মুখে, আফ্রিকানদের মুখে এমনকি আমেরিকানদের মুখেও আমি হিন্দি শুনেছি। আপনি যদি হিন্দি জানেন আজ পৃথিবীর যেকোন দেশেই যান না কেন ইংরেজী ভাষাটা বিন্দু পরিমান না জানলেও আপনার চলবে। ইশ্‌!! হিন্দি সিনেমা না দেইখা, হিন্দি গান না শুইনা আর হিন্দি চ্যানেল না দেইখা কি ভুলটাই না করছি জীবিনে। এর কারন হল ইন্ডিয়ান লোকেরা দুনিয়া জুড়ে এত বেশি ছড়াইছে যে ভাষাটাও সাথে সাথে গেছে। আরেকটি কারন হল, এর পিছনে মাধুরী, শ্রীদেবী, ঐশ্বরিয়া, কারিনাদের ব্যাপুক অবদান।
Posted on: Mon, 15 Jul 2013 04:34:22 +0000

Recently Viewed Topics




© 2015