মনে করেছিলাম এই ওয়ার্ল্ড - TopicsExpress



          

মনে করেছিলাম এই ওয়ার্ল্ড কাপে ব্রাজেন্টিনার ফাইনাল ম্যাচ দেখবো, ফাইনাল খেলায় দৃঢতার সাথে হেক্সা মিশন কম্প্লিট করে সবাই একসাথে Samba Dance দিব৷ কিন্তু তা আর হলো না :( ব্রাজিলের খেলা দেখে আমি পুরো হতাশ, কেন তারা এইরকম করলো? কেন এই অগোছালো-এলোমেলো খেলা? কেন তারা মনোবল হারালো? যে ছেলেগুলোর পা চুম্বককেও হার মানায়, তারা কেন বলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারলো না? Neymar, Silva এর মতো তারকা মাঠে নেই তো কি হয়েছে? এতদিন তো Kaka, Robinho, Ronaldinho এর মতো অভিজ্ঞ তারকা খেলোয়াড়রাও তো মাঠে ছিলো না, তখন কি ভালো খেলেনাই? অবশ্যই অনেক অনেক ভালো খেলেছে, তবে আজ কেন এই অবস্থা! দলে কিন্তু ভালো খেলোয়াড়ের অভাব নেই, আছে শুধু Teammate দের সাথে ভালো Understanding এর অভাব আর সবচেয়ে বড় কথা হলো মনোবলের অভাব৷ শুধু ৭ টা কেন, ব্রাজিল যদি আরো ২০ টা গোলও খেতো তবুও এত দুঃখ লাগতো না, এত কষ্ট পেতাম না, এভাবে মন ভেঙ্গে যেতো না৷যদি দলের প্রত্যেকটা Player নিজ নিজ অবস্থান হতে দায়িত্ব নিয়ে আমরন লড়াই করে যেত৷ যদি প্রত্যেকে আন্তরিকতার সাথে, মনোবল ও সঠিক পরিকল্পনা নিয়ে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত লড়াই করে যেত৷ :( :( :(
Posted on: Wed, 09 Jul 2014 19:15:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015