মন দিয়ে পড়ুন আর তারপর - TopicsExpress



          

মন দিয়ে পড়ুন আর তারপর ভাবুন, কমেন্ট দেবেন কি না? -------------------------------------- আজ সকাল থেকে পারায় পারায় বেশ পতাকা তোলা হল। প্রথম এক ঘন্টা দেশাত্মবোদশক গানের পর পুরানো হিন্দি গান। তারপরই সোজা চলে এল লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স... বাঁশের আগায় তিন রঙা তিন টুকরো কাপড়ের কিম লাফালাফি... লুঙ্গি ড্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে... ওদিকে, রাজধানীর রাজপথে কামান, বন্দুক, ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, হাজার হাজার সশস্ত্র সেনাদের গুরুগম্ভীর কুচকাওয়াজে প্রজাতন্ত্রের সাধারণ মানুষকে দেখলাম ভয়ে জড়োসড়ো হয়ে সরকারি বাঁশের গায়ে হাত রেখে শক্ত করে ধরে আছে। সাধারণতন্ত্রে সাধারণ মানুষ পড়ে রইলো সেই ঝুপড়ি ঘরে কাথাকানি মুড়ি দিয়ে। যুবতী মেয়েটা আজ ফের শহুরে নেকড়েদের থাবা এড়িয়ে ঘরে এল। আজ ছুটি, চটকলের দরজা কাল খুলবে কি না, মজুর জানে না। চা বাগানের অফিসের দরজায় তালাটায় জঙ্গ ধরেছে। সিঙ্গুরের জমিহারা অনিচ্ছুক চাষী আর নন্দীগ্রামের ধর্ষীতা রাধারানি আড়িরা চিনে নিল, বন্দুকধারীরাই প্রজাতন্ত্রের ধারক বাহক। জয় জোয়ান মানে সাধারণতন্ত্রের জয়। তবু, সংবিধানের শুরুতে লেখা হয়... WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens: JUSTICE, social, economic and political; LIBERTY, of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation; IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949,DO HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION. -- অর্থাৎ, এই সাধারণই নিজেদের দিয়েছিল এই সংবিধান, নেতারা দেন নি। সরকার তাঁর মালিক না, সশস্ত্র বাহিনী তাঁর কর্তা নয়। তবু আজকের দিনে কেন রাস্তায় রাস্তায় সশস্ত্র দাপাদাপি?
Posted on: Mon, 27 Jan 2014 03:02:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015