মনে নেই উইন্ডোজের - TopicsExpress



          

মনে নেই উইন্ডোজের পাসওয়ার্ড? অনেক সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে পাসওয়ার্ড ভাঙতে প্রতিবার নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হয়। উইন্ডোজ ৭-এর পাসওয়ার্ড ফিরে পাওয়ার বিশেষ সুবিধা ব্যবহার করে এমন সমস্যার সমাধান পাওয়া যাবে। এটি করতে পেনড্রাইভকে উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট ডিস্ক বানিয়ে তা ব্যবহার করা যায়। ফলে ভুলে গেলেও পাসওয়ার্ড আবার পাওয়া যাবে। এ জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে User Accounts and Family Safety থেকে User Accounts যান। এবার বাঁদিকে তালিকা থেকে Create a Password reset disk-এ ক্লিক করে সেটি খুলুন। কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ লাগিয়ে নিন। Forgotten Password Wizard উইন্ডো চালু হলে এখানে নেক্সট চেপে I want ... following drive-এ পেনড্রাইভ দেখে দিয়ে আবার নেক্সট চাপুন। Current user account Password ঘরে কম্পিউটারের বর্তমান পাসওয়ার্ড লিখে নেক্সট চাপুন। কয়েক মুহূর্ত সময় নেবে উইন্ডোজ পাসওয়ার্ড রিসেট ডিস্ক তৈরি করতে। ১০০ শতাংশ সম্পন্ন হলে নেক্সট চেপে Finish বোতাম চাপুন। এবার পেনড্রাইভে গিয়ে দেখবেন userkey.psw নামের একটি পাসওয়ার্ড রিসেট ফাইল তৈরি হয়েছে। ফাইলটিকে নিরাপদে যেকোনো ড্রাইভে স্থানান্তর করে নিন। এবার এই ফাইলটিকে পেনড্রাইভে বা পোর্টেবল হার্ডডিস্কে রেখে ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরে আনা যাবে। উইন্ডোজ চালুর সময় পাসওয়ার্ড ভুলে গেলে পেনড্রাইভে ফাইলটি রেখে দিন। এবার পাসওয়ার্ডের ঘরে একবার ভুল পাসওয়ার্ড দিলে নিচে reset password নামের লেখায় ক্লিক করে নেক্সট চেপে পেনড্রাইভ দিয়ে পরের ঘরে New Password পরপর দুবার লিখে দিয়ে Finish বোতাম চাপুন। এবার এখানে দেওয়া পাসওয়ার্ডকে পরবর্তী সময়ে লগ-ইনের জন্য ব্যবহার করা যাবে।
Posted on: Fri, 27 Sep 2013 19:50:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015