মনে পরে কি সবার আমার মত - TopicsExpress



          

মনে পরে কি সবার আমার মত সেই দিনের কথা ,,;;;; আগের দিনে বাসায় কেবল কানেকশন ছিল না । এন্টেনায় শুধু বিটিভি আর ডিডি ন্যাশনাল ধরতো । ঝড় ,বাদলে এর সময় একটু এন্টেনা ঘুরে গেলেই টিভি ঝিরঝির শুরু করতো । বাইরে গিয়া এন্টেনা ঘুরাইতাম আর কইতাম "ঠিক অইছে ?" ,আর ঘর থেকে বাবা চিল্লাইয়া কইতেন না হয় নাই ! য়েই দিকে ঘুরাই তে ছ সেই দিকেই ঘুরাও " । । তার পর একটু ঘুরাইয়া কইতাম "হইছে "। বাবা বলতেন "আসছে আরেকটু আরেকটু ,"::তার পর আমি বলতাম এখন ?:: -বাবা বলতেন "এই তো বেশি ঘুরাই ফেলছো ,উল্টা দিকে আর একটু ঘুরাও ,। তার পর এ একটু ঘুরাইয়া বলতাম এখন ঠিক আছে ?? বাবা আমার বলতেন ""ক্লিয়ার ক্লিয়ার চলে আয় "" । । । । আহা কি দিন ই না ছিলো । ////// এন্টেনা ঘুরাইয়া বিটিভি ক্লিন করতে পারলে নিজেকে আনেক বড় মনে হতো । । খুব মিস করি ।
Posted on: Wed, 07 Aug 2013 16:56:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015