মনে রাখুন কাজে দেবে -- - TopicsExpress



          

মনে রাখুন কাজে দেবে -- যুদ্ধবিগ্রহ:: *** ভারত -পাকিস্তান যুদ্ধ হয় চার বার (1947,1967,1971,1999) সালে *** আরব-ঈসরাইল যুদ্ধ হয় চার বার (1948,1956,1967,1973) সালে *** চীন-জাপান যুদ্ধ হয় দুইবার (1894,1937) সালে *** ইরাক-ইরান যুদ্ধ হয় দুইবার (1980,1988) সালে *** তরাইনের যুদ্ধ হয় দুই বার (1191,1192) সালে *** পানিপথের যুদ্ধ হয় তিন বার (1526,1556,1761) সালে নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।
Posted on: Sun, 14 Dec 2014 09:32:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015