মনে হচ্ছে আমার account টা Hack - TopicsExpress



          

মনে হচ্ছে আমার account টা Hack হয়েছে, New Dilhi, India থেকে Windows XP+Mozilla দিয়ে গত 4 October এবং গতকাল আমার Account এ log in করেছে। আমি আমার কম্পিউটার এ কোনদিনই Windows XP ব্যবহার করিনি। m.facebook ব্যবহার এ তেমন কোন সমস্যা হচ্ছে না, তবে notification ২৪ টা দেখার কিছুক্ষন পর দেখলাম ১৫ টা, আবার ৪৪ টা দেখার পর ২৯ টা, ১৫ টা দেখার পর ১১ টা এভাবে notification automatic কমে যাচ্ছে। এটা দেখে আমার সন্দেহ হলেও তেমন গুরুত্ব দেইনি। কিন্তু facebook browse করে দেখলাম আমার language বাংলা করা থাকলে picture 1 এর মত এসে loading হতেই থাকে, loading শেষ হয় না। আর language English করা থাকলে শুধু ফেসবুক এর top bar টা আশে, আর news feed সহ অন্ন কিছুই আশে না। তার পর অনেক চেষ্টা করে setting এ গিয়ে Where Youre Logged In এ গিয়ে দেখি New Delhi থেকে আমার Account এ log in করা। ( Sreenshot দেখলেই বুঝতে পারবেন ) এটা দেখেই আমার Password টা change করলাম। তবে সমস্যা গুলোর সমাধান হয় নি। এখন আমি আমার Account এর সুরক্ষার জন্য কি করতে পারি?
Posted on: Wed, 08 Oct 2014 19:26:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015