মনটা বড়োই আস্থির। রাত - TopicsExpress



          

মনটা বড়োই আস্থির। রাত ২.৩৫। পড়তে হবে।কিন্তু পড়তে পারছি না। কেও একজন suggest করলো meditation করতে। ইনস্ট্যান্ট ফল পাওয়া যাবে ......বিফলে suggestion ফেরত সঙ্গে কিছু বোনাস suggestion... যেই কথা সেই কাজ। Youtube এ চলে গেলাম ভিডিও ডাওনলোড দিলাম। বসে গেলাম meditation এ......কিন্তু meditation এর প্রথম নিয়ম ই মানলাম না......... বলা হয়েছে শক্ত জায়গা নির্ধারণ করতে হবে......।আর আমি চলে গেলাম তুলতুলে নরম বিছানায়............ চরম meditation হয়েছে ......... উঠলাম যখন ...তখন সময় ৮.২৫ । কি পড়ব আর কি পরীক্ষা দিবো? এতো দিন শুধু ফান করে বলতাম বা লিখতাম কেও আমারে মাইরালা but আজ সত্যি সত্যি মনে হচ্ছে কেও আমারে মাইরালা............ atlst prvt vrctyr যন্ত্রণা থেকে বেঁচে যাওয়া যেত [চার মাসে সেমিস্টার -ক্লাস শুরু হতে না হতেই midterm..... midterm শেষ হতেই ফাইনাল...আর এর মধ্যে তো আছেই class test, assignment, presentation... etc...etc....etc] এভাবেই চলে আমাদের ছাত্রজীবন ......। দুঃখিত ছাত্রীজীবন.........
Posted on: Thu, 23 Oct 2014 04:08:07 +0000

Trending Topics



2013 Hora Local Visitante Etapa

Recently Viewed Topics




© 2015