মম চিত্তে নিতি নৃত্যে কে - TopicsExpress



          

মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ। তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে তাতা থৈথৈ তাতা থৈথৈ তাতা থৈথৈ॥ হাসিকান্না হীরাপান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালোমন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ। কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ-- সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ॥ I wonder, who is that dances in my mind The eternal dance, rhythmically. I wonder, how well my soul and body respond To the meter of the ‘MRIDANGA’, The eternal dance, rhythmically. Swings smile and tears upon the temple jewel-like Good and the evil pulsate with the rhythm Keenly follow life and death, dancing along The eternal dance, rhythmically. O, what a delight, what a delight, Confinement and liberation dance alongside day and night, I follow the wave closely, enjoy running behind it The eternal dance, rhythmically.
Posted on: Sat, 08 Nov 2014 12:57:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015