মমতা ব্যানার্জির মুখে - TopicsExpress



          

মমতা ব্যানার্জির মুখে এসব কি শোনা যাচ্ছে, বর্ধমান কাণ্ডের পেছনে নাকি র( RAW) এর ভুমিকা আছে? মমতা ব্যানার্জির মত এক অতি নগন্য নিকৃষ্ট মনের ভারতীয়রাই এই কথা বলবে, মমতার ঘটে কোনো বুদ্ধি আছে, না সব গোবরে ভর্তি, মমতা তো একে একে সব শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, মমতার মনে প্রাণে যদি দেশ ভক্তির ছিটে ফোটাও থাকতো তাহলে উনি এই কথা বলতেন না যে বর্ধমান বোম ব্লাস্টে র এর ভুমিকা আছে, কি আশ্চর্য, ঐসব মুসলিম জামাতি কুত্তাদের বাঁচানোর জন্য মমতা আজ র কে পর্যন্ত কাঠ গড়ায় খারা করে দিল, এইরকম জঘন্য নিচু মানসিকতা নিয়ে কেউ মুক্ষমন্ত্রীও হয়? দুর্ভাগ্য এই ভারতের, কেউ ভারতীয় হয়েও র কে দোষারোপ করে, র এর উপর দোষারোপ তো কি, মমতা ব্যানার্জির মুখে র কথাটাই উচ্চারণের যোগ্যতা রাখেনা। র এর এজেন্টদেড় সারা জীবন দেশের জন্য কাজ করেই জেতে হয় এমনকি কিছু কিছু র এর এজেন্ট রা তো রিটায়ার হওয়ার পরেও তাদের আন্ডার গ্রাউন্ড পর্যন্ত থাকতে হয়, র এর এজেন্টরা এক এক জন এই দেশের সুরখহার মুল কেন্দ্র, দেশের স্বার্থে তারা প্রতিনিয়ত মৃত্যুর মুখো মুখি হয়, একজন আর্মি যদি শহিদ হয় তবুও তাদের ইতিহাস মনে রাখে কিন্তু র এর এজেন্টদেড় সেটাও জোটেনা দেশের জন্য শহিদ হলেও, আর সেই র কেই মমতা ব্যানার্জি দোষারোপ করছে, কত নিম্ন শ্রেনীর ভারতীয় নাগরিক হলে র কে দোষী করা যায় ভাবুন তো, যাদের জন্য জঙ্গি সন্ত্রাসবাঁদীদের বোম ব্লাস্টের কত প্লান মুখ থুব্‌ড়ে পরে থাকে, দেশের স্বার্থে জারা মাতৃভূমিতে শহিদ পর্যন্ত হতে পারেনা সেই র এর নাম মমতা ব্যানার্জির মিথ্যুক মুখে শোভা পায়না, এটা র এর জন্য অশুভ লক্ষণও বটে, মমতা ব্যানার্জির মুখে ঐ শালা শব্দটাই মানায় জেটা উনি সেদিন বললেন তার মিথ্যেবাদি ভাষনে, র এর নাম মানায় না ঐ মমতার মুখে, এতদিন তো শুধু সিবিআই, এনআইএ পর্যন্তই সীমাবদ্ধ ছিল এখন একেবারে র? কেন্দ্রের উচিত এই বাংলার মমতার ব্যাপারে আরও কঠর হওয়া, নরম মাটি মানুষ খুঁড়তে মজা পায় বেশি, মমতার একের পর এক আশালীন মন্তব্যের পরেও কেন্দ্রের কোনো ব্যাবস্থা না নেওয়ার জন্যই মমতার শালিনতা এবং সীমা অতিক্রমের চাহিদা বেরে যাচ্ছে দিন দিন। WRITER - GANESH MAJUMDAR
Posted on: Mon, 24 Nov 2014 12:06:43 +0000

Trending Topics



Today received company training in an all-encompassing new

Recently Viewed Topics




© 2015