মশিউর রহমান - TopicsExpress



          

মশিউর রহমান বাবুল চট্টগ্রামের সবার দৃষ্টি আকর্ষণ করছি.... গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক বাবা মারা গেছেন। মারা যাবার আগে তিনি বলে গেছেন, উনার ছেলের নাম সাববির, চট্টগ্রাম প্রিমিয়ার বিস্ববিদ্যালয়ের ল দ্বিতীয় বর্ষের ছাত্র। বাসা কাঠগড়, গ্রামের বাড়ি খুলনায়। কিন্তু আজ ওই বিস্ববিদ্যালয়ে ওই তথ্য অনুযায়ী সাববির নামে কাউকে পাওয়া যায়নি বলে দুদিন ধরে তার বাবার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পরে আছে। কেউ উনাকে রিসিভ করেননি। কারোপরিচিত হয়ে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে যোগাযোগ করুন। বিস্তারিতঃ 01710207720, 01924043040
Posted on: Thu, 31 Oct 2013 13:17:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015