মস্তিষ্কের শিরা - TopicsExpress



          

মস্তিষ্কের শিরা উপশিরাগুলো ধীরে ধীরে ডেমেজ হয়ে যাচ্ছে। রাতের আধাঁরে, বন্ধ ঘরে কত করে বলেছি; কাম ব্যাক আলী কাম ব্যাক, জয়েন ইন এ পিয়োর লাইফ। কিন্তু কে শোনে কার কথা! সে তার স্বভাব সূলভ ভাবেই তার জীবন পরিচালনা করে। বাট হোয়াই? কেন? কেন আলী সাহেব তুমি কেন পারোনা আরও দশটা ছেলের মত তোমার জীবন পরিচালনা করতে। তুমিতো ভাল করেই জানো এই পৃথিবীতে আবেগের কোন মূল্য নেই। তবে এতো আবেগাল্পোত হওয়ার তো কোন মানে হয়না। আর হতাশা! এর থেকে তোমার কোন পরিত্রান নেই। এর জন্য খানিকটা না অনেকটাই তুমি নিজে দায়ী। ভাগ্যে বিশ্বাস করো ভালো কথা কিন্তু নিজের ভাগ্য নিজে গড়ে নিতে হয় তাও কী জানোনা? কিছু একটা করো আলী সাহেব। নইলে মেন্টালিটি তোমাকে গ্রাস করা এখন সময়ের ব্যাপার মাত্র। পরিশেষ: জীবন বইয়ের পাতা গুলো ইট বাটার জলন্ত কূপে ছুড়েঁ ফেলে দিয়ে নতুন করে লিখতে ইচ্ছে করে একটা বিশুদ্ব্দ জীবন কাব্য। যেখানে দুঃখ কষ্ট যন্ত্রনা থাকুক, যেন হতাশা, নির্লজ্জতা আর নির্বোধতা না থাকে।
Posted on: Tue, 18 Nov 2014 10:25:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015