মুক্তিযোদ্ধা Vs সাইবার - TopicsExpress



          

মুক্তিযোদ্ধা Vs সাইবার যোদ্ধা . মুক্তিযোদ্ধা ; যারা দেশের জন্য জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে । সাইবার যোদ্ধা ; যারা দল থেকে সুবিধা পাওয়ার জন্য ইতিহাস বিকৃত করচ্ছে । ১৯৭১ সালে মানুষের জন্য , নিজের জীবন দিয়ে যারা দেশ স্বাধীন করছে । আজকের কতিপয় বিপথ গামী দেশদ্রহী মিলে সাইবার আন্দোলনের নামে বি এন পি ও আওয়ামী লীগের দোহায় দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করছে । তাই , সবাই কে এই দালাল দের হাত থেকে নিজেদের স্বাধীনতার ইতিহাস কে রক্ষা করুন । ইমরান এইস সরকারের কথা মনে আছে আপনাদের সেও কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কে নতুন রুপ দিতে চেয়েছিল ।প্রথমে দেশের সুশীল সমাজ এমন কি ছাত্রদলের এক অনুষ্ঠানেও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি তাদের সমর্থন দিয়েছিল । সে বুঝাতে চেয়েছিলো স্বাধীনতার ইতিহাস মানেই আওয়ামী লীগ তখন থেকে সবাই তাদের পিছু ছাড়তে শুরু করে । আজকে যারা বি এন পিকে পুজি করে নাম,পরিচয় গোপন করে সাইবার যোদ্ধের কথা বলছো যে দিন তোমাদের উদ্দেশ্য সাধারন জনগন বুঝতে পারবে সেদিন ইমরান বাবাজীর মত অবস্থা হবে । আর সমর্থনের কথা বলছো কেন্দ্রীয় ছাত্রনেতাদের , ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কিন্তু ইমরান কে সমর্থন দিয়ে ছিলো । কত দিন টিকতে পেরেছিলো ইমরান দের দাপট , তোমরা জীবনের সবচেয়ে বড় ভুল করছো স্বাধীনতার ইতিহাস বিরুধীতা করে । টের পাবে , কিছু দিনের মধ্য ।
Posted on: Mon, 19 Aug 2013 13:41:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015