মুক্তির পথযাত্রা সাধারণ - TopicsExpress



          

মুক্তির পথযাত্রা সাধারণ মানুষের কাতর অনুনয় আমাদের রাজনৈতিক নেতাদের প্রাণে কোনো আবেদন তৈরি করছে না। ক্ষমতাদখলের উন্মাদনায় তাদের এই বৈরীতার বলি হচ্ছে সাধারণ মানুষ, অগ্নিদগ্ধ হচ্ছে, বোমা বিস্ফোরনে হতাহত হচ্ছে অথচ রাজনৈতিক সুবিধা অর্জনের বাইরে এই হত্যার মিছিলে তাদের প্রতিবাদী কণ্ঠস্বর জোড়ালো হচ্ছে না। পরস্পরকে দোষারোপ করে তারা নিজেদের ক্ষমতা দখলের লড়াই করছেন। সাধারণ মানুষের প্রতি বিন্দুমাত্র সহানুভুতি তাদের নেই। আমাদের পাশে রাষ্ট্রযন্ত্র নেই, আমাদের নিরাপত্তার জন্যে পুলিশ নেই, আমাদের জন্যে হাসপাতালে উন্নত চিকিৎসার বন্দোবস্ত নেই। আমাদের পাশে শুধু আমরাই আছি। আমাদের প্রিয়জনদের ক্ষত-বিক্ষত শরীরের পাশে দাঁড়িয়ে বিলাপ করছি আমরাই, আমাদের আহত স্বজনদের আমরাই হাসপাতালে বয়ে নিয়ে যাচ্ছি। আমাদের সুশীল সমাজের প্রতিনিধিরা সমঝোতার ১০০ তরিকা খুঁজছেন, টক শো আর সংবাদপত্রের কলামে হাজার হাআজার শব্দের মিছিল করছেন, রাস্তায় হত্যাযজ্ঞ থামছে না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যেহেতু আমাদের আমরা ছাড়া আর কেউ নেই, বুকের পাঁজরে পাঁজর জুড়ে আমাদেরই প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। জনগণের প্রতিরোধের ক্ষমতা অসীম। জনগণ রুখে দাঁড়ালে পরিবর্তন আসবেই। বড় দুই রাজনৈতিক দল এবং দেশের সুশীল সমাজ সামরিক বাহিনীর কাছে কাতর অনুনয়, প্রাণভিক্ষার দিন শেষ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়ার কোনো কারণ আর নেই। আমরা আমাদের দাবী আদায় করতে এবার প্রতিরোধের রাস্তায় নামবো। আগামী ২১শে ফেব্রুয়ারীর ভেতরে দুর্নীতিগ্রস্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিচারের আওতায় আনতে হবে। দুর্নীতিগ্রস্ত-অপরাধীদের পৃষ্টপোষক রাজনীতিবিদদের বিচারের আওতায় আনতে হবে। শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে সড়কে জীবনের নিরাপত্তা বাড়াতে হবে। আমাদের প্রত্যেকের ভেতরে সুশাসনের ধারণা আছে। আমরা পুলিশের কাছে সদব্যবহার পেতে চাই, সাম্ভাব্য অপরাধী হিসেবে পুলিশ-র‍্যাব- সামরিক বাহিনীর কাছে নাজেহাল হতে চাই না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নাগরিক সেবাদাতা সকল প্রতিষ্ঠানের কাছে সম্মান চাই। সমাজ পরিবর্তনের জন্যে অন্য কারো মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমাদের নিজের লড়াই নিজেকে লড়তে হবে। আমাদের সম্মানজনক জীবনের দাবীতে আমরা পথে নামবো। ২১শে ফেব্রুয়ারী যে যেখানে থাকি না কেনো এই রাষ্ট্রকে মানবিক রাষ্ট্রে পরিণত করার মিছিলে আমরা একত্রিত হবো। আমরা মানে আমি তুমি আপনি আর সে, আমরা সাধারণ মানুষ , আমরা মুক্তির পথযাত্রায় সামিল হবো। MARCH OF MILLION- MARCH TO FREEDOM Date- 21st FEBRUARY 2014 যদি আপনারাও পরিবর্তন চান, মুক্তির পথযাত্রায় আপনাদের স্বাগতম
Posted on: Tue, 03 Dec 2013 16:18:32 +0000

Recently Viewed Topics




© 2015